নয়াদিল্লি: বলিউডে এবার বিক্রান্ত মেসির (Vikrant Massey) বিপরীতে ডেবিউ করতে চলেছেন এক জনপ্রিয় তারকা সন্তান। হিন্দি সিনেমার অভিনয় জগতে এই প্রথম হলেও তাঁকে ইতিমধ্যেই চেনেন সকলে। তিনি সঞ্জয় কপূর (Sanjay Kapoor) ও মহীপ কপূরের (Maheep Kapoor) মেয়ে শানায়া কপূর (Shanaya Kapoor)। রাস্কিন বন্ডের গল্প থেকে তৈরি ছবিতে নাকি জুটি বাঁধবেন বিক্রান্ত ও শানায়া! ছবির নাম 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ' (Aankhon Ki Gustaakhiyan)। 


এবার বড়পর্দায় বিক্রান্ত-শানায়া জুটি! কোন ধরনের গল্পে দেখা যাবে তাঁদের?


রাস্কিন বন্ডের জনপ্রিয় ছোটগল্প 'দ্য আইজ হ্যাভ ইট' থেকে তৈরি হচ্ছে ছবি। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবির নাম রাখা হয়েছে 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ'। মুখ্য চরিত্রে দেখা যাবে '১২থ ফেল' অভিনেতা বিক্রান্ত মেসিকে। তাঁকে এক অন্ধ সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। পিপিং মুনের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করবেন তারকা সন্তান। শানায়া কপূরকে দেখা যেতে পারে নাট্যকর্মীর চরিত্রে। 


ছবির প্লট সহানুভূতি, স্থিতিস্থাপকতা, স্বাধীনতা, ইচ্ছা এবং আত্মবিশ্বাস সহ মানুষের সম্পর্কের নানা জটিলতাকে তুলে ধরবে। একটি চমৎকার মিউজিক্যাল ব্যাকড্রপ মিলতে চলেছে এই ছবিতে। নতুন জুটিকে পর্দায় দেখতে উত্তেজিত হবেন দর্শকও। এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সন্তোষ সিংহ, যিনি এর আগে 'ব্রোকেন বাট বিউটিফুল', 'অপহরণ' তৈরি করেছেন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন নীরঞ্জন আইয়াঙ্গার ও মানসী বগলা। 'মিনি ফিল্মস' প্রযোজিত 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ' বিক্রান্তের সঙ্গে তাঁদের দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা একসঙ্গে 'ফরেন্সিক' তৈরি করেছিলেন। 


সূত্রের খবর, এই মাসের শেষের দিকে মুসৌরিতে 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ' ছবির শ্যুটিং শুরু করবেন শানায়া ও বিক্রান্ত। এরপর তাঁদের শ্যুটিংয়ের শিডিউল থাকবে মুম্বই ও ইউরোপে। ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পেতে পারে এই ছবি। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। 


আরও পড়ুন: 'Pherari Mon': ৭০০ পর্ব পার করে 'ফেরারি মন' ধারাবাহিকের গল্প এগিয়ে গেল ৯ বছর, অগ্নি-তুলসীর জীবনে নতুন সমস্যা?


এই ছবিতে কাজ করলে শানায়ার এটি দ্বিতীয় প্রজেক্ট হবে। তেলুগু-মলয়ালি ছবি 'ভ্রুশভা'য় কাজ করেছেন তিনি দক্ষিণী তারকা মোহনলালের বিপরীতে। নন্দ কিশোর পরিচালিত এই ছবিতে দেখা মিলবে মেকা শ্রীকান্ত, রামাচন্দ্র রাজু, রাগিনী দ্বিবেদীর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।