নয়াদিল্লি: এবার দীপাবলিতে (Diwali 2024) ফের রামায়ণের (Ramayana) পুনরাবৃত্তি! সীতার হরণ, রাবণের বিরুদ্ধে ধুন্ধুমার যুদ্ধ, ফের বাধবে লঙ্কাকাণ্ড! করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) এবার অর্জুন কপূরের (Arjun Kapoor) কবল থেকে রক্ষা করতে পৌঁছে যাবেন বাজিরাও সিঙ্ঘম, সংগ্রাম 'সিম্বা' ভালেরাও, বীর সূর্যবংশী। সঙ্গে থাকবেন 'লেডি সিঙ্ঘম' ও 'লক্ষ্মণ'। আসছে রোহিত শেট্টির (Rohit Shetty) 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। প্রকাশ্যে এল ট্রেলার। পরতে পরতে পরিচালকের পরিচিত ঘরানার সন্ধান মিলল।
দীপাবলিতে এবার বাধবে 'লঙ্কাকাণ্ড'! আসছে 'সিঙ্ঘম এগেন'
বহু প্রতীক্ষিত 'সিঙ্ঘম এগেন' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। অর্জুন কপূর ওরফে 'ডেঞ্জার লঙ্কা'র কবলে করিনা। অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলারেই মিলল রঙিন ঝলক, রইল দীপাবলির আভাস, পৌরাণিক ছোঁয়া, সঙ্গে পরিচিত হাস্যরসও।
রোহিত শেট্টি এবার বড়পর্দায় নিয়ে আসছেন তাঁর নিজের হাতে করে গড়ে তোলা 'কপ ইউনিভার্স', গোটাটা একসঙ্গে। যার নাম 'পুলিশ'। পুলিশের এই ব্রহ্মাণ্ড এবার বহরে বাড়ল। নয়া সংযোজনে দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফ। ফের একবার অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়ের গল্প বলবে এই ছবি, যার প্রতি পদে রয়েছে রামায়ণের সূত্র। সিঙ্ঘম ওরফে অজয় দেবগণকে দেখা যাবে রামচন্দ্র হিসেবে, রণবীর সিংহকে দেখা যাবে হনুমান হিসেবে এবং লক্ষ্মণ হিসেবে টাইগার শ্রফ। এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে জ্যাকি শ্রফেরও।
অবনী কামাতের চরিত্রে ফিরছেন করিনা কপূর খান। ট্রেলারের শুরুতেই দেখা যাবে তিনি বরের (অজয়) সঙ্গে বসে ছেলেকে বলছেন কীভাবে ৩০০০ কিমি পাড়ি দিয়ে শ্রীলঙ্কা পৌঁছে সীতাকে উদ্ধার করেছিলেন রাম। কিন্তু আধুনিক প্রজন্মের ছেলের মনে সন্দেহ, তাঁর মায়ের সঙ্গে এমন কিছু হলে তাঁর বাবা আদৌ এতটা করবেন কি না। অজয়ের কণ্ঠে পরিচিত ঢঙে সংলাপ, 'গুগলে গিয়ে বাজিরাও সিঙ্ঘম টাইপ করে নে, বুঝে যাবি তোর বাবা কে।' এরপরেই বোঝা যায় করিনাকে অপহরণ করেছে অর্জুন। খলনায়কের চরিত্রে বেশ নজর কাড়লেন তিনি। স্ত্রীকে বাঁচাতে কাউকে ছাড়তে নারাজ অজয়। অশুভ শক্তির হাত থেকে তাঁর স্ত্রীকে রক্ষা করতে অজয়ের সঙ্গে হাত মেলালেন 'সিম্বা' রণবীর সিংহ, 'সূর্যবংশী' অক্ষয় কুমার, 'শক্তি শেট্টি' দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ।
ছবিতে হাস্যরস বা কৌতুকের আগমন ঘটবে রণবীর ও দীপিকার হাত ধরে, তা স্পষ্ট ট্রেলারেই। অন্যদিকে টাইগার শ্রফকে দেখা যাবে পুরোপুরি অ্যাকশন মোডে। ট্রেলারে মরাঠি পরাক্রম এবং বীরত্বের চেতনাকেও তুলে ধরা হয়েছে, যা রোহিত শেট্টির একটি পরিচিত উপাদান।
'সিঙ্ঘম' মুক্তি পায় ২০১১ সালে। অজয় দেবগণ, প্রকাশ রাজ, কাজল আগরওয়াল ছিলেন মুখ্য চরিত্রে। এরপর ২০১৪ সালে 'সিঙ্ঘম রিটার্নস' আসে। অজয়ের বিপরীতে দেখা যায় করিনা কপূর খানকে। ২০১৮ সালে মুক্তি পায় 'সিম্বা', যার হাত ধরে পুলিশের ব্রহ্মাণ্ডে পা রাখেন রণবীর সিংহ। ২০২১ সালে অক্ষয় কুমারের 'সূর্যবংশী' মুক্তি পায়। প্রত্যেকটি ছবিই বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। এবার দীপাবলিকে আরও দারুণ করে তুলতে পারে কি না 'পুলিশ' বাহিনী, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।