এক ঝলকে বলিউডের সবচেয়ে পছন্দের ‘মা’ প্রয়াত রীমা লাগুর অভিনীত কিছু স্মরণীয় ছবি
পাশাপাশি, তিনি ‘শ্রীমান শ্রীমতি’ -তেও অভিনয় করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৯ বছর।
সিনেমার পাশাপাশি, ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন রীমা। তাঁর অভিনীত ‘তু তু ম্যায় ম্যায়’ ভীষণই জনপ্রিয়তা লাভ করে।
শাহরুখ অভিনীত ‘ইয়েস বস’ ছবিতে রীমা একজন অসুস্থ মায়ের চরিত্রে অভিনয় করেন।
‘ম্যায় প্রেম কী দিবানী হুঁ’ ছবিতে তিনি অভিষেক বচ্চনের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
নয়ের দশকে বিভিন্ন অভিনেতার মায়ের চরিত্রে রীমা নিজের একটা জায়গা তৈরি করেছিলেন।
‘কাল হো না হো’ ছবিতে অভিনেতা শাহরুখের মায়ের ভূমিকাতে দেখা যায় রীমাকে।
‘বাস্তব’ ছবিতে সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় তাঁর অভিনয় অনবদ্য ছিল।
সলমন খানের বহু সিনেমায় অভিনেতার মায়ের ভূমিকায় দেখা গিয়েছে রীমাকে।
এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর কিছু স্মরণীয় অভিনয়....
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসীত হয়।
নয়ের দশকের গোড়ায় তিনি রাহুল রায় অভিনীত ছবি ‘আশিকী’ ছবিতে অভিনেতার মায়ের ভূমিকায় দেখা যায় রীমাকে। এই অভিনয়ের জন্য সেবছর তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
সলমন খানের পাশাপাশি, ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে।
‘হাম আপকে হ্যায় কউন’ ছবিতে তিনি মাধুরী দীক্ষিতের মায়ের ভূমিকায় অভিনয় করেন।
‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তিনি তিনি চার অভিনেতা-অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনেত্রী কাজলের মায়ের ভূমিকাতে দেখা যায় রীমাকে। প্রসঙ্গত, এই ছবিতে সলমন খানও ছিলেন।
বহু ছবিতে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ‘আশিকী’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, উল্লেখযোগ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -