মুম্বই: বয়স যতই বাড়ছে, ততই পরিণত হচ্ছে অজয় দেবগণের অভিনয়, এমনটাই মত তাঁর ভক্তদের। সুদক্ষ অভিনেতার পাশাপাশি, একজন স্নেহশীল বাবা, ভাল স্বামী হিসেবেও অজয়ের খ্যাতি বরাবরের। ২ এপ্রিল ৫০-এ পড়লেন ‘সিংহম’ স্টার। কিন্তু এ-হেন জনপ্রিয় বলিউড তারকার জন্মদিন পালিত হল নিভৃতেই। উদযাপন সারলেন নিজের পরিবারের মধ্যেই। সঙ্গে ছিলেন স্ত্রী কাজল, শ্যালিকা তনিশা, শাশুড়ি তনুজা ও ছেলে যুগ।
তণিশা অজয়ের জন্মদিন পালনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে সকলকে বার্থ ডে কেকের সামনে পোজ করতে দেখা যাচ্ছে।

শুধু বাবার জন্মদিনে বাদ পড়েছেন কাজল-তনয়া। সে এখন সিঙ্গাপুরে পড়াশুনা করছে। সম্ভবত ছুটি না পাওয়ার কারণেই অজয়ের হাফ সেঞ্চুরি পার করার সেলিব্রেশনে হাজির হতে পারেনি সে।
স্বামী অজয়ের জন্মদিনে একটি মিষ্টি শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাজলও।



এবিপি আনন্দের তরফেও অজয়কে জন্মদিনের অনেক শুভচ্ছা!