নয়াদিল্লি: মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। বিবেক অগ্নিহোত্রীর লেখা ও পরিচালিত এই ছবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। উত্তর প্রদেশের এক বাসিন্দা, ইন্তেজার হুসেন সৈয়দ, এই ছবির মুক্তি বন্ধ করতে বলে মামলা করেন। তাঁর কথায়, এই ছবির ট্রেলার মুসলমান সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিয়েছে। তবে পরিচালক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির মুক্তি বন্ধের আবেদন খারিজ করেছে বম্বে হাইকোর্ট। অর্থাৎ আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
এই বহু প্রতীক্ষিত ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। কাশ্মীরি পণ্ডিতদের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে অনুপম খের ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, পুনিত ইসার, অতুল শ্রীবাস্তব এবং বলিউডের আরও অনেক অভিনেতারা। করোনা পরিস্থিতির কারণে 'জার্সি', 'ট্রিপল আর', 'রাধে শ্যাম' ছবির মতো 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিরও মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে আগামী ১১ মার্চ এই ছবির মুক্তির দিন ধার্য হয়েছে।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ট্রেলার দেখে মুগ্ধ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, 'অসাধারণ। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। বিষয় শুধু এটা নয় যে কী হয়েছে। বিষয় এটা যে আগামীতে কী হবে। পণ্ডিতরা কি কাশ্মীর ফিরে পাবেন?' ছবির ট্রেলার দেখে শুধু কঙ্গনা রানাউতই নন, মুগ্ধ সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারাও।
আরও পড়ুন: Shabaash Mithu New Poster: আন্তর্জাতিক নারী দিবসে 'সাবাশ মিঠু'র নতুন পোস্টার প্রকাশ্যে