মুম্বই: বলিউড অভিনেতা বোনাম ইরানি মরাঠি অভিনেত্রী লক্ষ্মীর অটোরিক্সায় চড়লেন। আসলে লক্ষ্মী অভিনয়ের পাশাপাশি অটোও চালান। বোনাম তাঁকে ‘রিয়েল লাইফের হিরো’ অ্যাখা দিয়ে বলেছেন, লক্ষ্মীর জন্য তিনি গর্বিত।
গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীর সঙ্গে দেখা হয় ৫৯ বছরের অভিনেতার। তখন লক্ষ্মী অটো চালাচ্ছিলেন। বোনাম লক্ষ্মীকে অভিবাদন জানিয়ে তাঁর অটোয় চড়েন।

বোনাম এই ঘটনার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। বোনাম লক্ষ্মীর প্রেরণামূলক কাহিনীও জানিয়েছেন। মরাঠি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি অটোরিক্সাও চালান লক্ষ্মী।



ভিডিও শেয়ার করে ক্যাপসনে বোনাম লিখেছেন, ‘এই অদ্ভূত সুপারলেডির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি মরাঠি ধারাবাহিকে অভিনয় করেন, একইসঙ্গে এই অটোরিক্সাটিও চালান। প্রকৃতপক্ষে প্রেরণাদাত্রী। রিয়েল লাইফের হিরো। আশা করছি, আপনাদেরও তাঁর অটোতে চড়ার সুযোগ মিলবে। তিনি সত্যিই উদ্দীপনার একটা প্রবাহ। আপনার জন্য আমি গর্বিত। প্রচুর শুভেচ্ছা আপনাকে’।