মুম্বই:  ২২ বছরের বিবাহিত জীবন, নানা ওঠাপড়া, মন কষাকষি, ভালবাসা রয়েছে সেই গল্পে। বাইরে থেকে সুখী দম্পতির নিদর্শন হলেও, ফেব্রুয়ারিতে শ্রীদেবীর আচমকা মৃত্যুর পর মাঝেমধ্যেই শোনা গিয়েছে কিছু দুংখের কথা। প্রয়াত অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু রামগোপাল বর্মা বলেন, শ্রীদেবী ছিলেন খাঁচায় বন্দি পাখি। শ্রীদেবীর বোন আবার দিদির শেষকৃত্যের পর মুখ খোলার হুঁশিয়ারি দেন। আবার অভিনেত্রীর মৃত্যুর কয়েকদিনের মধ্যে তাঁর মামা বলেন, ব্যক্তি জীবনে সুখী ছিলেন না শ্রীদেবী। পুরোটাই ছিল তাঁর অভিনয়।

 

তবে সেসব কিছুকে পিছনে ফেলে শ্রীদেবীর জীবনসঙ্গী পরিচালক-প্রযোজক বনি কপূর তৈরি করতে চলেছেন অভিনেত্রী-স্ত্রীকে নিয়ে ছবি। এমনকি ছবির নাম শ্রী রাখবেন স্থির করে রেজিস্টারও করে ফেলেছেন বনি। সূত্রের খবর, ছবির টাইটেলের জন্যে তিনটি নাম ভাবনায় ছিল বনির। সেই তিনটি হল শ্রী, শ্রীদেবী, শ্রী ম্যাম। যদিও সে খবরের সত্যতা স্বীকার করেননি বনি। আপাতত ছবি হচ্ছে শ্রীদেবীকে নিয়ে, তবে সেটা বায়োপিক হবে না ডকুমেন্টারি, সেবিষয়ে খোলসা করেননি বনি।

এই বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে বাথটবে পড়ে মৃত্যু হয় শ্রীদেবীর। প্রথমে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে বাথটবের জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ফেব্রুয়ারির ২৮ তারিখ তাঁর দেহ মুম্বই এনে শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিল গোটা বলিউড।

মাত্র চার বছর বয়সে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন শ্রীদেবী। বর্তমানে তাঁর বড় মেয়ে জাহ্নবীও বলিউডে পা রাখার জন্যে প্রস্তুতি নিচ্ছেন।