মুম্বই: প্রযোজক বনি কপূরের (Boney Kapoor) এখনও কতটা মিস করেন শ্রীদেবীকে (Sridevi), তা বারবার ফুটে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পুরনো ছবি শেয়ার করেছেন বনি কপূর। ছবিতে দেখা যাচ্ছে, দুর্গা পুজোর দশমীর দিন প্রতিমা বরণ হচ্ছে। আর সেখানেই কপালে চওড়া সিঁদুরে সেজেছেন শ্রীদেবী। গালেও সিঁদুর লেগে। তবে, ছবিতে নজর কাড়ছে অভিনেত্রী পিঠে লেখা 'বনি' কপূরের নাম। সিঁদুর দিয়েই কেউ অভিনেত্রীর পিঠে বনি কপূরের নাম লিখেছেন। আর এই ছবি শেয়ার করেই প্রযোজক পুরনো দিনের স্মৃতিচারণা করেছেন।
শ্রীদেবীর পুরনো ছবি শেয়ার করে বনি কপূর লিখেছেন, '২০১২ সাল নাগাদ আমরা লখনউয়ে দুর্গাপুজো উদযাপন করছি।' অভিনেত্রীর পুরনো ছবি দেখে স্মৃতির পাতা ওল্টালেন নেট নাগরিকরাও। কোনও অনুরাগী কমেন্টে লিখলেন 'রূপ কি রানি'। আবার কোনও নেট নাগরিক লিখলেন, 'এটা এখনও বিশ্বাস করা যায় না যে শ্রীদেবী আর আমাদের মধ্যে নেই।' তবে, বেশ কিছু নেট নাগরিক একই প্রশ্ন করেছেন বনি কপূরকে। তাঁরা কমেন্টে লিখেছেন, 'স্যর, কে আপনার নাম লিখেছে? শুধুমাত্র জানার কৌতুহল হল তাই'।
আরও পড়ুন - Priyanka Chopra: প্রথমবার মঙ্গলসূত্র পরার অনুভূতি কেমন ছিল? স্পষ্ট বক্তব্য 'আধুনিকা' প্রিয়ঙ্কার
এই প্রথমবার নয়। শ্রীদেবী চলে যাওয়ার পর মাঝেমধ্যেই বনি কপূরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভেসে ওঠে অভিনেত্রীর কিছু ছবি। প্রায়শই বনি কপূর তাঁর ভালোবাসার ছবি শেয়ার করেন। গত সপ্তাহেই তিনি শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবিতে দুজনকে আইসক্রিম খেতে দেখা যাচ্ছে। একে অপরের থেকে সেই ছবিতে চোখ সরাতে পারছেন না শ্রীদেবী-বনি। ফের অভিনেত্রীর পুরনো ছবি নেট দুনিয়ায় দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরাও।
প্রসঙ্গত, প্রথম স্ত্রী মোনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১৯৯৬ সালে শ্রীদেবীকে বিয়ে করেন বনি কপূর। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান। দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর পক্ষেও তাঁর দুই সন্তান। ২০১৮ সালে প্রয়াত হন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। বাথরুমে স্নানের বাথটবে পাওয়া গিয়েছিল অভিনেত্রীর দেহ। জানা যায়, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।