মুম্বই: কয়েক বছর আগে আমেরিকার পপ গায়ক নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিয়ের পর বেশিরভাগ সময়টাই বিদেশে কাটালেও ছবির কাজে কিংবা অন্য কোনও কারণে দেশে আসেন মাঝেমধ্যে। বিদেশে থেকেও দেশের রীতিনীতি সংস্কার ভুলে যাননি অভিনেত্রী। তাই তো দীপাবলি থেকে করবা চৌথের মতো বিভিন্ন উৎসবে তাঁকে ভারতীয় পোশাকে স্বামীর সঙ্গে উদযাপন করতে দেখা যায়। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। যেখানে তাঁকে প্রথমবার মঙ্গলসূত্র পরার অনুভূতি শেয়ার করতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় প্রিয়ঙ্কা চোপড়া। দেশি গার্লের ইনস্টাগ্রাম জুড়ে থাকে বিভিন্ন ছবি ও ভিডিও। কখনও কোনও ব্র্যান্ডের হয়ে প্রোমোশন, কখনও ছবির প্রোমোশন। কখনও আবার নেহাতই প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর ছবি কিংবা ভিডিও। আবার তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে বেশিরভাগটাই থাকে নিক জোনাসের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর ছবি। কিছুদিন আগেই মঙ্গলসূত্র পরে ছবি শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি অভিনেত্রীকে দেখা যায় জিনস এবং টি শার্টের সঙ্গে মঙ্গলসূত্র পরতে। প্রথমবার মঙ্গলসূত্র পরার সময় কী অনুভূতি হয়েছিল অভিনেত্রীর? এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া বলেন, 'আমার মনে আছে, যখন আমি প্রথমবার মঙ্গলসূত্র পরি, সেদিনের কথা। কারণ, আমাদের আগে থেকেই মনে বা মাথায় একটা ধারণা থাকে যে এই মঙ্গলসূত্র পরার সঠিক মানে কি। তাই সেই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত ছিল। একজন আধুনিকা নারী হিসেবেও। আমি এটাও বুঝি বা অনুভব করি এর গভীর অর্থ।'
আরও পড়ুন - Celebrities Divorce: রজনীকান্তের কন্যার পর এবার কি বিবাহবিচ্ছেদের পথে চিরঞ্জীবী-কন্যাও?
প্রিয়ঙ্কা চোপড়া আরও বলেন, 'আমি কি মঙ্গলসূত্র পরতে পছন্দ করি নাকি করি না? এমন প্রশ্ন আমার দিকে অনেক এসেছে। আমি একটা কথাই বলতে চাইব, আমি এমন একটা প্রজন্মের মানুষ, যাঁর মধ্যে ঐতিহ্য ধরে রাখার প্রবণতা রয়েছে। পাশাপাশি এটাও মনে রাখা দরকার, কে আমি আর কোথা থেকে আমি। এবার দেখার পরবর্তী প্রজন্মের মেয়েরা এটাকে এমনভাবেই দেখেন নাকি বদলে যান।'
মাসখানের আগেই দিপাবলী উপলক্ষে প্রিয়ঙ্কা চোপড়ার উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একাবের সাদামাটাভাবে সেজেছিলেন অভিনেত্রী। পরনে হলুদ সাধারণ শাড়ি। সঙ্গে মানানসই কানের দুল। নো মেকআপ লুকে প্রিয়ঙ্কা সার্থক ভারতীয় নারী লাগছিলেন। সঙ্গে নিক জোনাসের পরনেও ছিল সাদার উপর কাজ করা পাঞ্জাবী। বিদেশে থাকার পরও বিদেশী স্বামীর সঙ্গে প্রিয়ঙ্কা যেভাবে ভারতীয় উৎসব ভারতীয় কায়দায় উদযাপন করেন, তা নজর কাড়ে নেট নাগরিকদের।