কলকাতা: কর্ণাটকের দাওয়াঙ্গেড়ে থেকে প্রায় ৪০ লাখ টাকার রূপোর সামগ্রী বাজেয়াপ্ত করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। কর্ণাটকের প্রান্তে এক টোল প্লাজার কাছাকাছি, একটি চেকপোস্টে গাড়ি পরীক্ষা করার সময় ধরা পড়ে এই নথিবিহীন বিপুল পরিমাণ রুপোর সামগ্রী। অভিযোগ, এই সামগ্রী নাকি বলিউডের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, প্রযোজন বনি কপূরের (Bonny Kapoor)-এর!


সূত্রের খবর, শুক্রবার ভোরে একটি বিএমডব্লু গাড়িতে করে ৫টি রুপোর সামগ্রী ভর্তি বাক্স চেন্নাই থেকে মুম্বইয়ের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। সামগ্রীর মধ্যে মূলত ছিল রূপোর বাটি, চামচ, প্লেট, জল রাখার পাত্র ও অন্যান্য ব্যবহারকারী জিনিস। সব মিলিয়ে ৬৬ কেজির কিছু বেশি রুপো নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাড়িতে। সুলতান খান নামের এক ব্যক্তি ওই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ও তাঁর সঙ্গে ছিলেন হরি সিংহ নামের এক ব্যক্তি। কর্ণাটকের দাওয়াঙ্গেড়ের গ্রামীণ থানায় হরি সিংহের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। 


জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, যে গাড়িটি করে ওই বিপুল পরিমাণ রূপো নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি বায়ভিউ প্রোজেক্টের একটি গাড়ি। খোঁজ নিয়ে জানা যায়, এই কোম্পানির প্রতিষ্ঠাতা বনি কপূর খোদ। জিজ্ঞাসাবাদের পরে হরি সিংহ জানান, বিপুল পরিমাণ এই রুপো প্রযোজক পরিবারেরই। যদিও এই সমস্ত রুপোর জিনিসের সঠিক নথি ও প্রমাণ দেখাতে পারেননি তাঁরা। পুলিশ তাঁদের কথার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে।


সদ্যই বেঙ্গালুরু থেকে প্রায় ৯ কেজির সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচনের আগে কর্ণাটক জুড়ে কড়াকড়ি শুরু হয়েছে পুলিশের। আর সেই কড়াকড়িতেই রুপোর জিনিস উদ্ধারের সঙ্গে নাম জড়িয়ে গেল বনি কপূরের। যদিও তাঁর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।                                       


কাজের ক্ষেত্রে, সম্প্রতি একটি সাক্ষাৎাকারে বনি কপূর বলেছেন, 'আমি মিস্টার ইন্ডিয়া ২ (Mr India 2) বানাবো। এমনকী আমি যদি খুব শীঘ্রই সেই কাজে হাত লাগাই তাহলে অবাক হবেন না।' তিনি আরও বলেন, 'ওয়ান্টেড, নো এন্ট্রি ও মিস্টার ইন্ডিয়ার মতো ছবিগুলির সিক্যুয়াল বানানোর আবদার এসেছে।'


আরও পড়ুন: Allu Arjun Birthday: ৩ বছর বয়সে প্রথম অভিনয়, ঐশ্বর্য্য রাইয়ের প্রেমে পড়েছিলেন অল্লু অর্জুন?