কলকাতা: এবার হিন্দি মিউজিক ভিডিওতে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন স্নেহা বসু। মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও, 'ক্যায়সে বতায়ে..'। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন পরিচালক রানা আচার্য্য। গানটি গেয়েছেন রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। গানটির সুরকার ও গীতিকার পরিচালক রানা আচার্য্য নিজেই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতাতেই।

দুজন অচেনা মানুষ, এক নীরব ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে। শহরের কোলাহলের মাঝে, তাদের হঠাৎ হঠাৎ দেখা হতে হতে এক নিঃশব্দ টান গড়ে ওঠে, যা ধীরে ধীরে গভীর অনুভবে পরিণত হয়।প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে একটু করে চিনতে শেখে, আর সম্পর্কটা হয়ে ওঠে আরও মায়াবী। কিন্তু জীবন সব সময় সেই পথ ধরে না, যেটা মানুষ। সময় ধীরে ধীরে তাদের আলাদা করে দেয়। একসময় যে হাসি ছিল একসঙ্গে, তা রয়ে যায় শুধু স্মৃতিতে! কিছুটা কষ্টের, কিছুটা মিষ্টি। তবুও ভালোবাসা কখনও হারায় না। যে সময় একদিন তাদের আলাদা করেছিল, সেই সময়ই একদিন তাদের আবার কাছে নিয়ে আসে। 'ক্যায়সে বতায়ে..' গানের সুরে বাঁধা এই গল্প... একটি হারানো ভালোবাসা, মনে রাখার ভালোবাসা, আর নতুন করে ফিরে পাওয়া ভালোবাসার কথা।

এই মিউজিক ভিডিও নিয়ে বনি সেনগুপ্ত বলেছেন, 'খুব ভালো একটা গান দর্শকরা উপহার পাবে। বলিউডের এই রকম গানে স্নেহার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। প্রেমের গানে রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ দারুন। সাথে পরিচালক রানা আচার্য্য ও "নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক" এর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি গানটা সবার ভালো লাগবে।' নটির প্রযোজনা করেছেন "নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক" ও নন্দলাল সরকার।

প্রসঙ্গত, সামনেই মুক্তি পাচ্ছে বনি সেনগুপ্তের নতুন ছবি, 'ঝড়'। মুক্তি পেয়েছে 'ঝড়' ছবিতে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সৌরভ দাস (Sourav Das)-এর পোস্টার ও তাঁদের লুক। ছবির পরিচালনা করছেন, আন্থনি জেন। সদ্য যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সৌরব ও বনিকে। দুজনের হাতেই বন্ধুক। দুজনেরই মুখে ক্ষতচিহ্ন। ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্য়রা। ছবিটির শ্যুটিং হবে কলকাতা ও উত্তরবঙ্গে। "পিএস এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে আসছে নতুন এই ছবি।  সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সমিধ। এই ছবিটি ছাড়াও একাধিক ছবি রয়েছে বনির হাতে।