কলকাতা: ছবির নাম ঘোষণা হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার ('Ahollya' Trailer Out)। বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পায়েল সরকার (Payel Sarkar), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত 'অহল্যা' মুক্তির তারিখও ঘোষণা করা হল। পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)।
প্রকাশ্যে 'অহল্যা'র ট্রেলার, কবে মুক্তি?
অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অহল্যা'। মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়ঙ্কা সরকারকে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন পিয়া সেনগুপ্ত। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। ছবির গল্প লিখেছেন, 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলারের ছত্রে ছত্রে রয়েছে রহস্যের জাল, যা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন দর্শক। এই গল্পে রেহানের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ত্রিশ ছুঁই জিম ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজের সূত্রে এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর, প্রেমে পড়েন তাঁরা। প্রথমে বেশ ভালই চলতে শুরু করে তাঁদের সম্পর্ক। ভালবাসা এমনই পর্যায়ে যে একে অন্যকে ছেড়ে থাকতেও তাঁদের অসুবিধা হয়। রেহানের প্রেমের গভীরতা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে প্রেমিকার ব্যাপারে বেশ পোজ়েজিভ হয়ে পড়ে সে। কিন্তু রেহানের এই স্বভাবের কারণেই সম্পর্কে চিড় ধরে। লিভ-ইন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হয় তাকে। এরপর সে একা একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। ব্রেকআপের পর নিজেকে কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করে সে কিন্তু অনিদ্রা তাকে গ্রাস করে। অন্যদিকে, তার ওপরের ফ্ল্যাটের একটি ছোট্ট মেয়ে প্রত্যেক রাতে নেমে এসে সিঁড়িতে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ বাড়িতে মা-বাবার মধ্যে চলতে থাকা লড়াই এড়াতে চায় সে। আর সেই সূত্রেই ওই বাচ্চা মেয়েটির সঙ্গে রেহানের মধুর একটি সম্পর্ক গড়ে ওঠে। গল্প যত এগোয় ততই স্পষ্ট হয় যে ওই ছোট্ট মেয়েটি বা ওপর তলায় তার পরিবার, কোনওকিছুরই বাস্তব অস্তিত্ব নেই। তাহলে রেহানের সঙ্গে তার আলাপ হল কীভাবে? তাদের মধ্যে কোনও স্বর্গীয় যোগ আছে? এই ঘটনার পর রেহান সেই ফ্ল্যাট ছেড়ে দেয়। কিন্তু তাতেও কি সেই ভয়াবহ পরিস্থিতি পিছন ছাড়ে তাঁর? ট্রেলারে গার্হস্থ্য হিংসার ঝলকও দেখতে পাওয়া যায়।
এদিন ছবির ট্রেলার পোস্ট করে প্রিয়ঙ্কা সরকার লেখেন, 'পাপ- পুন্য, পুনর্জন্ম নাকি অভিশাপ? এই গল্পের রহস্য অনেক গভীরে...'। তবে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে ২৩ ফেব্রুয়ারি থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।