নয়াদিল্লি: আসলে লাভার স্রোত, কিন্তু রক্তের ধারা বলে ভ্রম হয়। আইসল্যান্ডের বুক চিরে বয়ে চলেছে সেই ধারা। নতুন করে অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকে। তাতেই রক্তবর্ণ লাভা উঠে এসেছে ভূগর্ভ থেকে, যা নদীর আকারে বয়ে চলেছে মাটির উপর দিয়ে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে সেই দৃশ্য পড়েছে। (Iceland Volcano)


ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-৩ কৃত্রিম উপগ্রহ ওই ছবি তুলেছে। অগ্ন্যুৎপাতের সাত ঘণ্টা পর ছবিটি তোলা হয়, তাতেই জ্বালামুখ থেকে পশ্চিমে ৪.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওই রক্তবর্ণের ধারা চোখে পড়েছে। পাশাপাশি জ্বালামুখ থেকে ধোঁয়ার কুণ্ডলীকে এগোতে দেখা গিয়েছে আটল্যান্টিক মহাসাগরের দিকে। জরুরি অবস্থার ঘোষণা হয়েছে দেশে। (Iceland Lava Flow)


বিজ্ঞানীরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতপ্রবণ অঞ্চলে অবস্থিত আইসল্যান্ড। ইউরেশিয়ান এবং নর্থ আমেরিকা টেকটোনিক পাতের সংযোগস্থলে অবস্থিত আইসল্যান্ড। ওই দু'টি পাত পরস্পরের থেকে ক্রমশ সরে যাচ্ছে, তাতেই মাটি ভেদ করে উঠে আসছে লাভার স্রোত। আইসল্যান্ড জুড়ে ১০০-র বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় ৩০টি সক্রয়।