মুম্বই: একের পর এক রেকর্ড গড়ে চলেছে ''কেজিএফ চ্যাপ্টার টু'' (KGF Chapter 2)। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুভি নাইটে দেখানো হয় 'কেজিএফ চ্যাপ্টার টু'। হিন্দি সহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবির হিন্দি ভার্সন ব্যবসা করে ফেলল ৩০০ কোটি টাকার। আর কোন কোন ছবি ৩০০ কোটির ক্লাবে পৌঁছতে পেরেছে? তালিকা দিলেন তরণ আদর্শ।


৩০০ কোটির ক্লাবে কোন কোন ছবি-


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা গিয়েছে ৩০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই ছবি। তার সঙ্গে আর কোন কোন ছবি ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে, তারও তালিকা দিয়েছেন তরণ আদর্শ। জানা যাচ্ছে, আমি খানের 'পিকে', সলমন খানের 'বজরঙ্গী ভাইজান', সলমন খানের 'সুলতান', আমির খানের 'দঙ্গল', সলমন খানের 'টাইগার জিন্দা হ্যায়', দীপিকা পাড়ুকোনের 'পদ্মাবত', রণবীর কপূরের 'সঞ্জু', হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের 'ওয়ার'-এর সঙ্গে ৩০০ কোটি টাকা ব্যবসা করা ছবির তালিকায় জায়গা করে নিল 'কেজিএফ চ্যাপ্টার টু'। পাশাপাশি তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সন একমাত্র হিন্দি ছবি যা ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।<<





>


 


আরও পড়ুন - Anil Kapoor: হবু মা সোনমের অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন অনিল কপূর