নয়াদিল্লি: বলিউডের হার্টথ্রব বরুণ ধবন (Varun Dhawan) আজ ব্যস্ত তাঁর ৩৫ তম জন্মদিন উদযাপনে। তবে এই বছরের সেলিব্রেশন (celebration) গত দুবছরের থেকে বেশ আলাদা আর তাতে বেশ আনন্দিত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করলেন ছবি।


৩৫ পূরণ বরুণের


বরুণ তাঁর আগামী 'বাওয়াল' (Bawaal) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আপাতত। সেই ছবির সেটেই চলছে তাঁর জন্মদিনের উদযাপন। কাজের মাঝেই ২০২২ সালের জন্মদিন কাটাচ্ছেন তিনি। আর তাতে বেশ খুশিই অভিনেতা। 


এদিন নিজের ইনস্টাগ্রামে ভ্যানিটি ভ্যান থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানে সোনালী ও নীল বেলুনের মাঝে দাঁড়িয়ে তাঁকে পোজ দিতে দেখা গেল। সাদা শার্টের সঙ্গে বেজ রঙা প্যান্ট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' অভিনেতা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এটা আমার "স্যুইট সিক্সটিন"-এর জন্মদিন নয়, কিন্তু এই জন্মদিনটা কাজে কাটাতে পেরে প্রচণ্ড খুশি। শেষ দুটো জন্মদিন বাড়িতে কেটে গেছে কিন্তু এবারে ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে 'বাওয়াল'-এর সেটে নীতেশ তিওয়ারির কাছে রিপোর্ট করে দারুণ লাগছে।'


 






বরুণের 'লাকি' ২০২২


একইসঙ্গে অভিনেতা এও জানান যে 'যুগ যুগ জিও' ও 'ভেড়িয়া' ছবি মুক্তি পাবে ২০২২-এ। ফলে এই বছরটা তাঁর কাছে খুব স্পেশাল। অন্যদিকে 'বাওয়াল' ছবিটিল মুক্তি পাবে ২০২৩ সালের ৭ এপ্রিল। ছবিতে তাঁর বিপরীতে জাহ্নবী কপূর রয়েছেন। 


অভিনেতা ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগী থেকে অন্যান্য টিনসেল তারকারা বরুণকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। সিদ্ধান্ত  চতুর্বেদী থেকে নার্গিস ফাকরি, শুভেচ্ছা জানিয়েছেন সকলে। 


আরও পড়ুন: KGF: Chapter 2 Review: লার্জার দ্যান লাইফ ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু', 'চ্যাপ্টার থ্রি' আসার অপেক্ষায় থাকবে দর্শক