মুম্বই: সম্প্রতি বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা সিদ্ধার্ত মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) মধ্যে সম্পর্ক ছেদ হয়েছে। তাঁরা দুজনে ভালোবাসার সম্পর্কে ইতি টেনেছেন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি কেউই। না তাঁরা সম্পর্কে রয়েছেন বলে কোনওদিন প্রকাশ্যে স্বীকার করেছেন। তবে, ব্রেক আপের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী দুজনেই।
ইঙ্গিতপূর্ণ পোস্ট সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর-
দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর। দুজনের সম্পর্কের রসায়ন আরও প্রকাশ্যে আসে 'শের শাহ' ছবি দিয়ে। এই ছবিতেই প্রথমবার পর্দায় জুটি বাঁধেন তাঁরা। নানা সময়ে তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। বছরের শুরুর দিকে দুজনে বিদেশে বেড়াতেও যান। তবে, সম্প্রতি বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, দুই তারকা তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন। যদিও সিদ্ধার্থ মলহোত্র কিংবা কিয়ারা আডবাণী সরাসরি এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। তবে, তাঁদের সাম্প্রতিক পোস্ট দেখে নেট নাগরিকদের বক্তব্য, তাঁরা একে অপরকে কিছু বার্তা দিয়ে চাইছেন।
আরও পড়ুন - Ankita Chakraborty Marriage: বিয়ের নানা অদেখা ছবি ও ভিডিও প্রকাশ্যে আনলেন অঙ্কিতা চক্রবর্তী
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র নিজের একটি ছবি পোস্ট করেছেন। তার সঙ্গে তিনি লিখেছেন, 'সূর্যের আলো ছাড়া কোনও দিন মানে তুমি জানবে রাত হয়েছে।' স্টিভেন মার্টিনের এই উক্তি দিয়েই নিজের ছবি পোস্ট করেন তিনি। অন্যদিকে, কিয়ারা আডবাণী পোস্ট করেছেন ফুলের বাগানে নিজের ছবি। ফুলের বাগানে হাতে ব্যাগ নিয়ে হাসিমুখে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে তিনি লিখেছেন, 'হাসির বীজ বপন করো। হাসি বেড়ে উঠবে। ভালোবাসার চাষ হবে।'
কাজের ক্ষেত্রে সিদ্ধার্থ মলহোত্রকে শীঘ্রই দেখা যাবে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। অন্যদিকে, কিয়ারা আডবাণীকে শীঘ্রই দেখা যাবে 'ভুল ভুলাইয়া টু' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'যুগ যুগ জিও' এবং আরও বেশ কিছু ছবি।