কলকাতা: গত শুক্রবার, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেট ছবি (big budget movie)। একটি সানি দেওলের 'গদর ২' (Gadar 2), দ্বিতীয় অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' (OMG 2)। বৃহস্পতিবার অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের 'জেলার' (Jailer)। অন্যান্য ছবি প্রেক্ষাগৃহে চললেও ঝড় তুলেছে এই তিন ছবিই। এখনও পর্যন্ত কত আয় করল এই তিনটি ছবি? চলুন জেনে নেওয়া যাক।
'গদর ২'
মুক্তির দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরম করে চলছে এই ছবি। স্বাধীনতা দিবসে এই ছবি প্রায় ৫৫ কোটি টাকা আয় করেছিল। শেষ পাওয়া হিসেব অনুযায়ী ৪০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই ছবির ব্য়বসা। এরমধ্য়েই ৩৮৯ টাকা আয় করে ফেলেছে সানি দেওয়ল, আমিশা পটেল অভিনীত এই ছবি। মনে করা হচ্ছে আয়ের পরিমাণ আরও বাড়বে এই ছবির।
'ওহ মাই গড ২'
অন্যদিকে একইদিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত বহু প্রতীক্ষিত 'ওহ মাই গড ২'। ছবিটি সেন্সর বোর্ডের তরফে 'A' ছাড়পত্র পেয়ে মুক্তি লাভ করে। ফলে এই ছবির দর্শক সংখ্যায় এমনিই ঘাটতি হয়েছে। যদিও ভক্তদের ভালবাসা ও প্রশংসা কুড়িয়ে নিয়ে সক্ষম হয়েছে এই ছবি। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ছবির আয় ভারতে এই ছবির আয় ১১৭.২ কোটি টাকা।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
কোথায় দাঁড়িয়ে 'জেলার' ছবির ব্যবসা?
১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'জেলার'। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এই ছবি। স্বাধীনতা দিবসেই এই ছবি প্রেক্ষাগৃহে ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল। এরইমধ্য়ে বিশ্বব্য়াপী ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। প্রসঙ্গত, উত্তর ভারতে 'গদর ২' ও 'ওএমজি ২'-এর আধিপত্য বেশি চললেও 'জেলার' ছবি বেশ ভালই ব্যবসা ধরে রেখেছে। থালাইভার অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। ফলে নির্মাতাদের আশা এই ছবির ব্য়বসা আকাশ ছোঁবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন