মুম্বই:মারাত্মক জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম কপিল শর্মার শো বয়কটের ডাক দিলেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। তাঁদের বক্তব্য, সলমন খান প্রযোজিত, অভিনীত যাবতীয় ছবি তাঁরা বয়কটের ডাক দিয়েছেন। এবার, 'দ্য কপিল শর্মা শো' ও বাতিল করা হোক, কারণ ওই অনুষ্ঠানের সহ প্রযোজক সলমন।
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় সুশান্তের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা এখনও জানা যায়নি, যদিও নানা মহলের চাপে, অনুরোধে সেই তদন্তের দায়িত্ব এবার এসেছে সিবিআইয়ের হাতে। সুশান্ত মৃত্যুর পরই তৈরি হয় ‘জাস্টিস ফর সুশান্ত’ নামে একটি গ্রুপ। এই গ্রুপে সুশান্ত সংক্রান্ত সমস্ত আপডেট থাকে। এবার সেই গ্রুপই আবেদন জানাল কপিল শর্মার শো বন্ধ করতে হবে, কারণ সেখানে যৌথ প্রযোজনায় রয়েছেন সলমন।
৯১ হাজার সদস্যর এই গ্রুপে বহু সদস্যই একই সুরে গলা মিলিয়েছেন। বলিউড নেপোটিজম চলে বলে অভিযোগ তুলে সুশান্তের মৃত্যুর পর সরব হন তাঁর ভক্তরা, অভিযোগ তোলেন নানা ব্যক্তি ও নানা শিবিরের বিরুদ্ধে। স্বজনপোষণ এবং বহিরাগতকে একঘরে করার চক্রান্তের অভিযোগ ওঠে সলমনকে ঘিরেও। সুশান্তের মৃত্যুর পর ট্রোলড হন তিনি। সম্প্রতি ‘জাস্টিস ফর সুশান্ত’ গ্রুপের তরফে সুশান্তের পরিবারকে বার্তা দিয়ে বলা হয়েছে, ‘আমরা, সুশান্ত সিংয়ের ভক্তরা সলমন খানের সমস্ত কিছুই বয়কট করেছি। এই শো-টিতে যৌথ প্রযোজকের দায়িত্বে আছেন তিনিই। তাই সর্বাত্মক বয়কটের জন্যে এই শো-টিকেও তালিকায় রাখা উচিত’।