নয়াদিল্লি: নিট-জেইই নিয়ে তর্ক-বিতর্কের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এক পক্ষ যেখানে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জোরালো দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে, ঠিক উল্টোদিকে আরেক পক্ষ কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থন করে মোদিকে চিঠি দিয়েছে।


জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পরীক্ষা যথাসময়ে করার স্বপক্ষে সমর্থন জানিয়েছেন শতাধিক শিক্ষাবিদ। ওই তালিকায় রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, কেরল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং দেশের একাধিক প্রথম সারির কলেজের অধ্যাপকরা।

নিট-জেইই নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থন করে চিঠিতে বলা হয়েছে সকলের আশা পরীক্ষা যথাসময়ে হবে এবং পড়ুয়াদের একটা মূল্যবান বছর নষ্ট হবে না। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শিক্ষাবিদরা জানান, নিট-জেইই নিয়ে তাঁরা কেন্দ্রের সিদ্ধান্তের পূর্ণ সমর্থন করছেন।

শিক্ষাবিদদের লেখা এই চিঠি বর্তমান পরিপ্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, পরীক্ষা পিছনোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবনাচিন্তা করছে বিরোধীরা। গতকালই, মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৭ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন, নিট-জেইই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।

Education Loan Information:

Calculate Education Loan EMI