নয়াদিল্লি: বিতর্কের মুখে আমির-পুত্র (Aamir Khan) জুনইদ খানের (Junaid Khan) প্রথম কাজ। নিষিদ্ধ ঘোষণার দাবিও উঠল। কিন্তু কী এমন হল যে মুক্তির আগেই বিতর্কে জড়াল জুনইদের 'মহারাজ' (Maharaj)? এই ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। 


বিতর্কে জড়াল নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'মহারাজ', কেন? 


১৪ জুন নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাওয়ার কথা 'মহারাজ' ছবির। আর এই ছবির হাত ধরে বলিউডের অভিনয় জগতে পা রাখতে চলেছেন বলিউডের তারকা অভিনেতা আমির খানের ছেলে জুনইদ খান। প্রথম যে লুক গত মাসে শেয়ার করা হয়েছে সেখানে জুনইদের সঙ্গে দেখা মিলেছে জয়দীপ আহলাওয়াটের। কিন্তু সিনেমার কোনও ট্রেলার বা টিজার মুক্তি পায়নি, এখনও পর্যন্ত। তা সত্ত্বেও একাধিক নেতিবাচক কারণে এখন শিরোনামে 'মহারাজ'।


কিছুদিন আগেই ছবির মুক্তি বন্ধ করার হুমকি দেওয়া হয় বজরঙ দলের তরফে। সেই আবহেই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ এই ছবি নিষিদ্ধ করার পক্ষে আওয়াজ তুলেছে। তাঁদের মতে এই ছবিতে ধর্মীয় গুরু ও সাধুদের নেতিবাচক আঙ্গিকে দেখানো হতে পারে। ১৩ জুন, বৃহস্পতিবার, এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) 'হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স' ট্রেন্ড করতে দেখা যায়। হিন্দুত্ববাদী কর্মীদের মতে 'মহারাজ' ছবিতে ধর্মীয় গুরুদের নেতিবাচকভাবেই দেখানো হবে।


এই ছবি নিষিদ্ধ করার দাবি তুলে এক নেটিজেন লেখেন, 'সাধু ও সন্তরা দুষ্কৃতী, লম্পট এবং সেই কারণে আইনকানুনে ব্যাঘাত ঘটায় এমন দেখিয়ে যদি হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার চেষ্টা করে এই ছবি তাহলে তার জন্য জুনইদ খান, যশ রাজ ফিল্মস ও নেটফ্লিক্স, সকলকেই দায়ী করা হবে।'


প্রসঙ্গত এই 'মহারাজ' ছবিটি ১৮৬২ সালের মহারাজ মানহানি মামলার সত্য ঘটনা অবলম্বনে তৈরি যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি লড়াইগুলির অন্যতম বলে ধরা হয়। সিনেমায় জুনইদকে সাংবাদিক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজির চরিত্রে দেখা যাবে, জয়দীপকে যদুনাথজি ব্রিজরতনজি মহারাজের চরিত্রে দেখা যাবে যিনি বল্লভাচার্য সেক্টরের অন্যতম কর্তা। 


আরও পড়ুন: Salman Khan: বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় সলমনের বয়ান রেকর্ড, করা হল প্রায় ১৫০ প্রশ্ন


এই সপ্তাহের শুরুর দিকে বজরং দলের এক মুখপাত্র দাবি করেন ওটিটিতে ছবির মুক্তির আগে তা যেন দলের সদস্যদের প্রাইভেট স্ক্রিনিং করে দেখানো হোক। যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে ছবির মুক্তি আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে, এবং এর কারণে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।