সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় জামিন নিতে বারাসাত আদালতে হাজির হলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty In Barasat Court)। আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সোহম। গত শুক্রবার নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনা ঘটে। টেকনো সিটি থানায় FIR-এর ভিত্তিতে ৫০৬, ৩৪১, ৩২৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়। এর মধ্যেই নিরাপত্তা ও তদন্ত চেয়ে আবেদন জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। চলতি সপ্তাহে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা। 


বিশদ...
গত শুক্রবার নিউটাউনের রেস্তোরাঁয় যে ঘটনা ঘটেছিল, তাতে তৃণমূলের অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ সামনে এসেছিল, তাতে দেখা যায়, রেস্তোরাঁর কর্মীদের মারধর করছেন সোহম। এদিন সেই ঘটনায় আগাম জামিন নিতে আদালতে আসেন সোহম। সেখানে সরকারি আইনজীবীর ঘরে বসতে দেখা যায় তাঁকে, পরামর্শ নেন তিনি। বৃহস্পতিবার, সকাল সওয়া দশটা নাগাদ তিনি বারাসত জেলা আদালতে আসেন। সঙ্গে তাঁর আইনজীবীও ছিলেন। তবে এদিন সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানান, এটি বিচারাধীন বিষয়। কোনও মন্তব্য করবেন না। শুনানির পর যা বলার তাই আইনজীবী বলবেন। 


যা ঘটেছিল...
গত ৭ জুন, নিউ টাউনের সাপুরজি-তে একটি রেস্তোরাঁয় শ্য়ুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেখানে তাঁর গাড়ির পার্কিং নিয়ে বিবাদ বাধে বলে অভিযোগ। পরে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলি সামনে এসেছিল, তাতে দেখা যায় রেস্তোরাঁর মালিক আনিসুল আলমকে বেধড়ক মারধর করছেন সোহম। এর প্রেক্ষিতেই টেকনো সিটি থানায় এফআইআর-র ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় মামলা রুজু হয়। সেই মামলার প্রেক্ষিতে, গত কাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আনিসুল আলম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এই মামলা আবেদন করেন তিনি। আগামীকাল অর্থাৎ ১৪ জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠার কথা রয়েছে। তার ঠিক আগের দিন বারাসত জেলা আদালতে আগাম জামিন নিতে পৌঁছে যেতে দেখা গেল সোহম চক্রবর্তীকে। যে চারটি ধারায় সোহমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সেগুলি সবকটিই জামিন-যোগ্য। ঘটনার এক সপ্তাহের মধ্যে সোহমের আদালতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।। এবার জামিনের আর্জির বিষয়টি নিয়ে কী বলে বারাসত জেলা আদালত, সেটিই দেখার।


 


আরও পড়ুন:ফুঁসছে তিস্তা, বাড়ছে জল, বন্ধ হল দার্জিলিং যাওয়ার এই রাস্তা