ট্যুইটারে ট্রেন্ডই তৈরি হয়ে গিয়েছে #BoycottTakht. নেটিজেনদের ক্রমাগত ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে হাড্রিকে।
হুসেনের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করা হলেও, তাঁর ওই ট্যুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, ওই ট্যুইটে তিনি হিন্দুদের অপমান করেছেন।
অধিকাংশ ট্যুইটেই কর্ণ জোহরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হয় হুসেনকে ছবির টিম থেকে বাদ দেওয়া হোক, নয় তারা ছবি বয়কট করবে।
এখনও পর্যন্ত কর্ণ জোহরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারী আবার কর্ণকেই লাজলজ্জাহীন বলে আক্রমণ করেছেন।
কর্ণ জোহরের এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। তাঁদের ভক্তরাও ছবি বয়কটের ডাক দিয়েছেন, শুধুমাত্র হুসেনের মন্তব্যের জন্যই।
এর আগেও এই হাড্রির ট্যুইট নিয়ে বিতর্ক ছড়িয়েছিল নানা মহলে। একটি ট্যুইটে তিনি লেখেন, ‘আমি একজনকে মেরে ফেলতে চাই, সত্যি।’
এর আগেও হাড্রি ট্যুইটে হিংসায় প্ররোচনা দিয়েছেন। জনগণকে সংঘর্ষে লিপ্ত হতে, বাড়িতে আগুন দিতে ও হত্যা করতে উস্কানি দিয়েছেন।
তাছাড়াও ব্রাহ্মণদের সব সমস্যার মূল বলে আক্রমণ করেছেন।
এই ছবির গল্প আবর্তিত হয়েছে মুঘল জমানাকে কেন্দ্র করে। কীভাবে ভাই দারার সঙ্গে সিংহাসন দখলের সংগ্রামে লিপ্ত হয়েছিলেন আউরঙ্গজেব, দেখা যাবে এই ছবিতে।
‘তখত’-এ আউরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, দারার ভূমিকায় রণবীর সিংহ। তাছাড়াও ছবিতে আছেন আলিয়া ভট্ট, করিনা কপূর, ভূমি পেডনেকর, জাহ্নবী কপূর, অনিল কপূর প্রমুখ। ২০২১-এর ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির।