এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আরও একটি খবরে। বয়েজ লকার রুম-এর মতো ইনস্টাগ্রামে নাকি সক্রিয় গার্লস লকার রুম বলে একটি গ্রুপও। যদিও ঘটনার সত্যতা জানা যায়নি।
এরই মধ্যে এই নিন্দনীয় ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলি-সেলেবরা।
অভিনেত্রী সোনম কপূর এই ধরনের ঘটনার জন্য অভিভাবকদের গাফিলতি, তাঁদের সন্তান বড় করে তোলার পদ্ধতির দিকেই আঙুল তুলেছেন। ছেলেদের এর জন্য লজ্জা পাওয়া উচিত, মত সোনমের।
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী লকার রুম-কে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন। লিখেছেন 'এক্সট্রিম রেড জোন'।
ধর্ষকদের ফাঁসি দিলেই হবে না, এই জাতীয় মানসিকতার মূলে আঘাত হানতে হবে, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন স্বরা। সেইসঙ্গে শিক্ষক ও অভিভাবকদের এই নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করছেন স্বরা।
শুধু সিনেদুনিয়ার তারকারাই নন, বয়েজ লকার রুম এককথায় নড়িয়ে দিয়েছে দেশের মানুষকে। একদিকে যখন নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির পর ঘৃণ্য অপরাধ ঘটানোর আগে ভয় পাবে দুষ্কৃতীরা, এমনই স্বপ্ন দেখছিল গোটা দেশ, তখন এই ধরনের ঘটনা আবারও বিরাট বড় প্রশ্নের মুখে ফেলল সমাজকে।