নয়াদিল্লি: বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার পরিবার থেকে আজ বিদায় নিল ১১ বছরের ব্রুনো। বুধবার মৃত্যু হয়েছে ভারত অধিনায়কের প্রিয় পোষ্যর। বিগল প্রজাতির এই সারমেয়র মৃত্যুতে আবেগ বিহ্বল পোস্ট করে বিরাট লিখেছেন, “শান্তিতে বিশ্রাম করো ব্রুনো। ১১ বছর ধরে অনেক মাধুর্য দিয়ে গিয়েছ, সারাজীবন সেগুলো আমার সঙ্গে থাকবে। তুমি আজ একটা ভাল জায়গায় গেলে। ঈশ্বর তোমার আত্নাকে শান্তি প্রদান করুক।”
ইনস্টাগ্রামে ব্রুনোর সঙ্গে ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও। কোহলি, ব্রুনো ও নিজের একটি ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘ব্রুনো, রেস্ট ইন পিস’।
বিগল ব্রুনোর আগেও আরও ২টি পোষ্য ছিল বিরাটের। প্রথমে একটি সাদা পমেরানিয়ান ছিল তাঁর। এরপর ভারত অধিনায়কের বাড়িতে ছিল গোল্ডেন ল্যাব রিট্রিভার, যার নাম ছিল রিকো।