নিউ ইয়র্ক: নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এবার দত্তক ছেলেমেয়েদের দেখাশোনার দায়িত্বও হারাতে পারেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ১৫ বছরের ম্যাডক্স ও ১৩ বছরের প্যাক্সের কাস্টডি সম্ভবত খোয়াতে চলেছেন তাঁরা।
৬ ছেলেমেয়ের কাস্টডি নিয়ে একসময়ের বিখ্যাত জুটি ব্র্যাঞ্জেলিনার এখন মামলা চলছে। খবর, ম্যাডক্স ও প্যাক্সকে তাদের পুরনো জায়গায় ফেরাতে হতে পারে।
২০০৭-এ ভিয়েতনামের এক অনাথ আশ্রম থেকে প্যাক্সকে দত্তক নেন ব্র্যাঞ্জেলিনা। তার মা শিগগিরই ভিয়েতনামের জেল থেকে মুক্তি পাচ্ছেন, ছেলেকে ফেরত পেতে চান তিনি। উল্টোদিকে কাম্বোডিয়ার ছেলে ম্যাডক্সের বাবা মা দুজনেই মৃত বলে জানা যায়। কিন্তু তাকে দত্তক নেওয়ার পন্থা নিয়ে প্রশ্ন রয়ে গেছে কিছু। শিশু অধিকার সংস্থাগুলি মনে করে, ম্যাডক্সের নিঃসম্বল মা মাত্র ১০০ ডলারের বিনিময়ে তাকে বিক্রি করে দেন। ফলে প্যাক্স ও ম্যাডক্সের ভবিষ্যৎ নিয়ে পিট-জোলি দু’জনেই রীতিমত আশঙ্কায়।
দত্তক ছেলেমেয়েদের কাস্টডি খোয়াতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
ABP Ananda, Web Desk
Updated at:
03 Dec 2016 11:41 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -