মুম্বই: মা নিতু কপূর গত বছরের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার রণবীর কপূরও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আইসোলেশনে আছেন। নিতু প্রথমে সংবাদমাধ্যমকে কিছু জানাতে না চাইলেও, পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, ‘সবার উদ্বেগ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। রণবীরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ওর চিকিৎসা চলছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ও সেলফ কোয়ারেন্টিনে আছে এবং সবরকম সতর্কতা মেনে চলছে।’
এর আগে এ বিষয়ে নিতুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি, মেসেজেরও জবাব দেননি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীরের করোনা আক্রান্ত হওয়ার স্বীকার করে নিলেন।
তার আগে রণধীর কপূরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি এখন জয়পুরে আছি। আপনাদের আমাকে এই প্রশ্ন করা উচিত নয়। আপনারা বরং রণবীরের মা নিতু কপূরকে এই প্রশ্ন করুন। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’
একটি বিনোদন সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রণধীর প্রথমে জানান, রণবীরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পরে অবশ্য তিনি জানান, রণবীরের শরীর ভাল নেই। ঠিক কী হয়েছে, সেটা তিনি জানেন না।
গত ডিসেম্বরে চণ্ডীগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারে গিয়ে করোনা আক্রান্ত হন রণবীরের মা। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়। এবার রণবীরও সংক্রমিত হলেন।
গত বছর বলিউড তারকাদের মধ্যে করোনা আক্রান্ত হন অমিতাভ বচ্চন, তাঁর ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তারপর নিতুও সংক্রমিত হন। এবার রণবীরের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এল।