মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। প্রায় এক মাস হতে চলল, তিনি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ সময় ধরে তাঁর জ্ঞান ছিল না। গত সপ্তাহেই তাঁর জ্ঞান ফিরেছে। রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার (Raju Srivastava Health) কিছুটা উন্নতি হলেও এখনও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। সম্প্রতি জানা যাচ্ছে, হাত ও পায়ের পাতা নাড়ানোর চেষ্টা করছেন তিনি। তারইসঙ্গে স্ত্রীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন জনপ্রিয় কমেডিয়ান।


কেমন আছেন রাজু শ্রীবাস্তব?


রাজু শ্রীবাস্তবের মুখ্য পরামর্শদাতা অজিত সাক্সেনা সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে শারীরিক অবস্থার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়েছেন রাজু শ্রীবাস্তব। পাশে থাকা স্ত্রীর হাত ধরার চেষ্টা করেছেন। স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন রাজু। গত সপ্তাহেই রাজুর ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় কমেডিয়ান এহসান কুরেশি জানিয়েছিলেন যে, জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না রাজু। চোখের পলক ফেলে নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন। এইমস হাসপাতালের চিকিৎসকেরা সর্বক্ষণ তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন। তাঁর অনুরাগীরাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুস্থতা কামনায় নানা পোস্ট করছেন।


আরও পড়ুন - Susmita Sen Lalit Modi Updates: সম্পর্ক ভাঙল সুস্মিতা সেন ও ললিত মোদির?


হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়েন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।


প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি করার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন রাজু শ্রীবাস্তব। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে, রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যরা কানপুরের ইসকন মন্দিরে তাঁর জন্য বিশেষ পুজোর আয়োজন করেন।