নয়াদিল্লি: ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। এমনকী সোমবারের পরীক্ষাতেও ভালমতোই পাশ করে যায় 'ব্রহ্মাস্ত্র'। কিন্তু মঙ্গলবার অর্থাৎ পঞ্চম দিনে কমল বক্স অফিস কালেকশন (Box Office Collection Day 5)। কত হল পঞ্চম দিনের কালেকশন? দেখে নেওয়া যাক।


'ব্রহ্মাস্ত্র' ছবির পঞ্চম দিনের কালেকশন


মঙ্গলবার 'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস কালেকশনে বেশ নজরে পড়ার মতো ঘাটতি হল। মাল্টিপ্লেক্সে ভাল ব্যবসা করলেও দেশজুড়ে তেমন ভাল ফল করতে পারেনি এই ছবি। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি যদিও বিশ্বজুড়ে ইতিমধ্যেই ২২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।


রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দিনে 'ব্রহ্মাস্ত্র' ছবির আয় কমেছে ২০ শতাংশ। হিন্দি সংস্করণের ক্ষেত্রে ১১ থেকে ১১.২৫ কোটি নেট ও বাকি ভাষার জন্য ১২.৫০ কোটি নেট। এই নিম্নমুখী গ্রাফ খুব গভীর না হলেও আশঙ্কাজনক। দেখা গেছে কোনও ছবি খুব ভাল ব্যবসা করতে করতে নিম্নমুখে গেলে তা ১৫ শতাংশ পর্যন্ত ঠিক আছে। তা ২০ শতাংশ হলে সেটা আশঙ্কার। কিন্তু কালও যদি খারাপ ব্যবসা হয়, এবং ১০ শতাংশ পতন হলে এই ঘাটতি মিটিয়ে ফেলা খুব সহজ। 


যদি ছবিটি আগামী দুই দিনের মধ্যে ২০ শতাংশেরও কম হ্রাসের সাক্ষী থাকে, তবে 'ব্রহ্মাস্ত্র' ভাল ব্যবসা চালিয়ে যাবে। তবে, যদি ২০ শতাংশ বা তার বেশি পরিমাণ সংগ্রহ কমে যায়, তবে ছবিটির ব্যবসা প্রভাবিত হবে।


অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করে। এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া ২', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর এটি বক্স অফিসে দাগ কাটার মতো চতুর্থ ছবি।


আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal: অনুরাগীদের অপেক্ষার অবসান! পর্দায় একসঙ্গে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ


ট্রিলজি হিসেবে মুক্তি পাওয়া 'ব্রহ্মাস্ত্র'-এর প্রথম পর্ব 'শিবা' মুক্তি পেয়েছে। এরপর আছে আরও দুটি পর্ব। দ্বিতীয়টির নাম 'দেব'। প্রথম ছবির শেষেই ঘোষণা হয়েছে নাম। শোনা যাচ্ছে সেই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে।