মুম্বই: এর আগেই একটি সাক্ষাৎকারে মৌনী রায় (Mouni Roy) আভাস দিয়েছিলেন যে ব্রহ্মাস্ত্র (Bramhatra) ছবিতে এক অতিথি শিল্পীর চরিত্রে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এবার কর্ণ জোহর (Karan Johar)-এর শেয়ার করা ভিডিওতে বাড়ল সেই জল্পনা। পিছন ফিরে বানর অস্ত্রের সঙ্গে যুদ্ধ করছে ও কে? শাহরুখ খান?
আজ সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র ছবির একটি ঝলক শেয়ার করে নিয়েছেন কর্ণ। আর সেই ঝলকে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর মুখ স্পষ্ট না হলেও, অনুরাগীদের মনে প্রশ্ন, এটা শাহরুখ খান নয় তো! এর আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল ব্রহ্মাস্ত্র ছবিতে শাহরুখের লুক। অনুরাগীরা যেন সেই লুকের সঙ্গেই ছোট্ট ভিডিওতে দেখা এই চরিত্রর লুকের মিল পেলেন। কমেন্ট বক্স ভরল এসআরকে.. এসআরকে গুঞ্জনে। আগামী ৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'কে ঘিরে প্রত্যাশা বাড়ছে অনুরাগীদের। ইতিমধ্যেই এই ছবিতে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের লুক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও। কিছুদিন আগেই মুক্তি পায় ছবির গান। এছাড়াও এই ছবিতে বলিউডের বেশ কিছু তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে বলে জানা যাচ্ছে। শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাডুকোনও থাকতে পারেন এই ছবিতে ক্যামিও চরিত্রে। অভিনেত্রীর সেই লুকও কিছুদিন আগেই প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: Dev: গেলেন না দুর্গাপুজোর পদযাত্রায়, বাড়িতে বাবা মায়ের সঙ্গে গণেশ আরাধনায় ব্যস্ত দেব