মুম্বই: চার বছর আগে ঘোষণা হয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির। এত দিনে সামনে এল ছবির ‘ফার্স্ট লুক’। মঙ্গলবার রণবীর কপূরকে (Ranbir Kapoor) নিয়ে তৈরি ছবির ‘ফার্স্ট লুক’ সামনে এনেছেন স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে সেটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বুধবার ছবির মোশন পোস্টার (Brahmastra Motion Poster) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিগ বি।
এ দিন নিজের টুইটার হ্যান্ডলে রণবীরকে নিয়ে তৈরি ১৯ সেকেন্ডের ‘ফার্স্ট লুক’ (Brahmastra First Look) সামনে আনেন অমিতাভ। তাতে দু’হাত ছড়িয়ে স্ফুলিঙ্গের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রণবীরকে। ব্যাকগ্রাউন্ডে বজ্রগম্ভীর স্বরে অমিতাভকে বলতে শোনা যায়, ‘‘যুদ্ধের শঙ্খধ্বনিতে কেঁপে উঠবে ধরণী। সমাপ্তির আরম্ভ হতে চলেছে। জেগে উঠছে ব্রহ্মাস্ত্র।’’
ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে এ দিন অমিতাভ লেখেন, ‘সকলের সঙ্গে ব্রহ্মাস্ত্র ভাগ করে নেওয়ার যাত্রা শুরু হল। প্রেম...আলোক...অগ্নি’।
ব্রহ্মাস্ত্র ছবিটি পরিচালনা করছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। রণবীরের অন্যতম কাছের বন্ধু তিনি। অমিতাভ এববং রণবীরের সঙ্গে ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছবিতে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে মৌনী রায়কে (Mouni Roy)। এ ছাড়াও ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) এবং দক্ষিণী তারকা নাগার্জুনকে (Nagarjuna Akkineni) গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। [tw]
‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিকে সুপারহিরো ছবি বলার পক্ষপাতী পরিচালক। কর্ণ জোহর (Karan Johar) ছবিটির প্রযোজক। ২০১৭-র অক্টোবরে কর্ণই ছবির ঘোষণা করেন টুইটারে। ছবির আরও দু’টি সিকোয়েল বানানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। পরিচালক অয়ন দীর্ঘ ছ’বছর ধরে এই ছবির গল্প বুনেছেন।
শুরুতে ছবির নাম ‘ড্রাগন’ রাখার পরিকল্পনা ছিল। কিন্তু ভারতের প্রাচীন সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে ছবির নাম রাখা হয় ‘ব্রহ্মাস্ত্র’।
কিন্তু শুরু থেকেই ছবির মুক্তি নিয়ে টালবাহানা চলছে। প্রথমে ২০১৯ সালের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা হয়। পরে তা পিছইয়ে ওই বছর বড়দিনে রাখা হয়। তার পর ২০২০-র ৪ ডিসেম্বের ছবিমুক্তির দিন চূড়ান্ত করা হয়। কিন্তু করোনার জেরে পিছোতে পিছোতে আপাতত ২০২২-এর বড়দিনকে ছবিমুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে।