লন্ডন : বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে ভয়াবহতা। বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্য়া। প্রশাসন আশঙ্কা করছে, আগামী ২ সপ্তাহে ওমিক্রনে (omicron) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাটা লাফিয়ে বেড়ে যাবে। হাউস অফ কমনসে, ইউকে-র স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ( Health Secretary Sajid Javid )বলেন, ওমিক্রন স্ট্রেনের দ্রুত সংক্রমণের ফলে যুক্তরাজ্যে (UK) করোনভাইরাস (Coronavirus)-সম্পর্কিত মৃত্যু উল্লেখযোগ্য হারে বেড়ে যতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাভিদ বলেন, করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টটি এখন লন্ডনে মোট কোভিড সংক্রমণের মধ্যে ৪৪ শতাংশের জন্য দায়ী। তাঁর আশঙ্কা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লন্ডন কাঁপিয়ে তুলতে পারে ওমিক্রন। তিনি বলেন, যুক্তরাজ্য এখনও পর্যন্ত ৫ হাজারের কাছাকাছি মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছে।
জাভিদ আরও বলেন, বর্তমানে ইংল্যান্ডে ১০ জন নিশ্চিতভাবেই ওমিক্রন আক্রান্ত হয়েছে। তাঁর আশঙ্কা এই সংখ্যা সামনের সপ্তাহগুলিতে নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। তিনি যোগ করেন, ওমিক্রন স্ট্রেনের জন্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যুর মোকাবিলা করতে যুক্তরাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে (ন্যাশনাল হেলথ সার্ভিস) সর্বোচ্চ স্তরে জরুরি প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন :
দেশে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা
ইতিমধ্যেই ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যদিও ওমিক্রন নিয়ে বিজ্ঞানীদের একাংশ দাবি করে আসছেন, এই ভ্যারিয়েন্টটি প্রচণ্ড সংক্রামক হলেও, ডেল্টার মতো ভয়ঙ্কর প্রাণঘাতী নয়। তবে ভয়ের খবর হল, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইজরায়েলের পাশাপাশি ওমিক্রনের দাপটে কার্যত ত্রাহি ত্রাহি অবস্থা ব্রিটেনের। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক, প্রাণঘাতী হতে পারে তা উঠে এসেছে একটি আন্তর্জাতিক সমীক্ষায়। তাদের গবেষণা বলছে ঠিকমতো সতর্কতা না নেওয়া হলে, আগামী বছরের এপ্রিলের মধ্যে ব্রিটেনে ২৫ থেকে ৭৫ হাজার জনের মৃত্যু হতে পারে। ওমিক্রন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার ইঙ্গিত হল, করোনার বিটা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ৬টি, ডেল্টায় ১০টি আর সেখানে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ওমিক্রনের আরও একটি প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যাকে এখনও সনাক্ত করা বেশ কঠিন। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং কানাডায় হদিশ মিলেছে।