মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। বলিউড তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) এই ছবি বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে। মাত্র কয়েক দিনেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। রণবীর - আলিয়া ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় প্রমুখরা। এছাড়াও একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকেও। দর্শক থেকে সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে 'ব্রহ্মাস্ত্র'। তবে, এই ছবি এখানেই শেষ নয়। আরও দুটি ভাগে মুক্তি পাবে ছবিটি। কবে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র ২' (Brahmastra 2)? খবর পাওয়া গেল সূত্রের।


কবে মুক্তি 'ব্রহ্মাস্ত্র ২'-এর?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে শ্যুটিং শুরু হতে পারে 'ব্রহ্মাস্ত্র ২'-এর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, 'প্রথমভাগের শ্যুটিং শুরুর আগেই কম বেশি গোটা 'ব্রহ্মাস্ত্র' লেখা হয়ে গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের। এখন তিনি চাইছেন দ্বিতীয়ভাগে আরও কিছু চমক আনতে। প্রথম ভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় ভাগে তিনি আরও চমক আনতে চান। যাতে দর্শকের মনে আরও গেঁথে যায় ছবিটি। কর্ণ জোহর এবং আর এক প্রযোজক ফক্স স্টুডিওস শীঘ্রই সিক্যুয়েলের শ্যুটিং শুরু করতে চান। কিন্তু অয়ন চান দ্বিতীয়ভাগের শ্যুটিং শুরুর আগে কিছুটা বিরতি নিতে।' তবে, ছবিটি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর


প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, আগামী ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে। আর সেইদিনই মাত্র ৭৫ টাকায় পাওয়া যাবে সিনেমার টিকিট। কিন্তু সম্প্রতি তাঁদের ফের ঘোষণা বদলেছে। ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বিভিন্ন সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসার কারণেই মূলত এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। 


ঘনিষ্ঠ সূত্রে খবর, 'রণবীর কপূর, আলিয়া ভট্টের ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহান্তের পর সোমবারও এর দুর্দান্ত বক্স অফিস কালেকশন অব্যাহত। বোঝাই যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহান্তেও এই ছবির ব্যবসা খুব ভালো হবে। ডিজনির পক্ষ থেকে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন ন্যাশনাল সিনেমা ডে উদযাপন একটা সপ্তাহ পিছিয়ে দেয়। ডিজনির আবেদন খতিয়ে দেখেছে ওই সংস্থা। তারা অনুভব করেছে যে, 'ব্রহ্মাস্ত্র' অত্যন্ত ব্যয়বহুল ছবি। এটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। তাই টিকিটের দাম একটা দিন ৭৫ টাকা হয়ে গেলে, তার ব্যাপক প্রভাব পড়বে এর বক্স অফিস কালেকশনে। তাই তারাও ডিজনির সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি, মাল্টিপ্লেক্সেও 'ব্রহ্মাস্ত্র' খুব ভালো ব্যবসা করেছে।'