মুম্বই: অবশেষে প্রকাশিত হল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু-প্রতিক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তির দিন। সব ঠিক চললে ছবিটি মুক্ত পাচ্ছে চলতি বছরের শেষে, ৪ ডিসেম্বর। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন।
এই ছবিটির মুক্তি নিয়ে বেশ আগ্রহ রয়েছে সমগ্র সিনেমহলে। বলা যেতে পারে, ছবিটি বলিউডের বহু-প্রতিক্ষিত ছবি হতে চলেছে। এর কারণ হল, এটিই বলিউডের প্রথম ‘ট্রিলজি’ হতে চলেছে। সাই-ফি ধর্মাবলম্বী তিনটি ছবির সংকলনের প্রথম পর্ব এটি। ছবিটি পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে (হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম)।
সম্প্রতি, প্রযোজক কর্ণ জোহর সোশ্যাল মিডিয়াতে ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, ভিজ্যুয়াল এফেক্টস(ভিএফএক্স)-এর কাজ ঠিকমতো সম্পন্ন না হওয়ার জেরেই ছবির মুক্তি পিছোতে হয় প্রযোজকদের। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন রণবীর-আলিয়া, যাঁদের রিয়েল-লাইফ সম্পর্ক নিয়ে সরগরম টিনসেল টাউন।