আগরতলা: "মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন। মাথা নিচু করে তৃণমূল আপনাদের হয়ে কাজ করবে'' আগরতলার থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, "প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা। ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ২৫ বছরের সিপিএমের সন্ত্রাসকেও হার মানিয়েছে ৫ বছরের বিজেপি শাসন। ভুয়ো-মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। রুখে না দাঁড়ালে, অবস্থা আরও খারাপ হবে। ঐক্যবদ্ধ হয়ে সবাইকে রুখে দাঁড়াতে হবে।'' 


বিজেপিকে আক্রমণ অভিষেকের: ত্রিপুরার (Tripura) সুরমায় জনসভার আগে এদিন সাংবাদিক বৈঠকে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, "আগে দেওয়া কোনও প্রতিশ্রুতি পালন করেনি রাজ্যের বিজেপি সরকার। বলেছিল মিসড কলে চাকরি হবে, হয়নি। বহু শিক্ষকের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে। রাস্তার এমন অবস্থা, অন্তঃসত্ত্বাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। এক ঘণ্টা বৃষ্টি হলে আগরতলায় ডুবজল, বিজেপির কাউকে পাশে পাওয়া যায় না। ২৪৫ কোটি টাকা দিয়ে আগরতলাকে স্মার্ট সিটি করে এই হাল! ত্রিপুরায় বেকারত্বের হার ১৮ শতাংশ, বাংলায় বেকারত্বের হার ৪ শতাংশ। বেকারত্বে, রাজনৈতিক সন্ত্রাসে ত্রিপুরা আজ এক নম্বর। এই পরিবেশ থাকলে, ত্রিপুরায় কোনওদিন বিনিয়োগ, শিল্প আসবে না। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হচ্ছেন।''


পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়ে ত্রিপুরায় তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। পাশাপাশি বিজেপিকে হারালে পেট্রোল ডিজেলের দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ যতদিন না ফিরছে, ততদিন এখানে তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। এই লড়াই ত্রিপুরার জনগণ বনাম বিজেপির। বিজেপি বিরোধী সব ভোট যেন আসে তৃণমূলের কাছে। ভোটের ভাগ কংগ্রেস বা সিপিএম পেলে, তাতে বিজেপির লাভ। তৃণমূল এখানে পা রাখার পরেই, বিজেপিকে মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে। মানুষ যাতে ভোট দিতে না বেরোয়, সেজন্য বাইকবাহিনীকে কাজে লাগানো হচ্ছে। বিজেপির সঙ্গে গুন্ডারা রয়েছে, তৃণমূলের সঙ্গে মানুষের শক্তি রয়েছে। বাংলায় গিয়ে সিঙ্গল ইঞ্জিন সরকার দেখুন, আর দেখুন ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে! মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে তৃণমূল আপনাদের হয়ে কাজ করবে। বিজেপিকে হারান, পেট্রোল-ডিজেলের দাম কমবে।''