মুম্বই: গত পাঁচ বছর ধরে চলছে শ্যুটিং। ২০১৭ সাল থেকে শ্যুটিং শুরু হওয়া 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) অবশেষে মুক্তি পেল আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর। রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) এই ছবির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন দর্শকেরা। অনুরাগীদের প্রত্যাশা টের পাওয়া যাচ্ছিল নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ব্রহ্মাস্ত্র'কে ঘিরে নানা পোস্ট করছিলেন তাঁরা। এই ছবি দিয়ে পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। মাইথোলজিকাল থ্রিলার ছবি 'ব্রহ্মাস্ত্র' কেমন হল? ছবি দেখার পর কী প্রতিক্রিয়া নেটিজেনদের? প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত হল তা জানা যাবে আগামীকাল। তার আগে জেনে নিন ছবি দেখার পর কী প্রতিক্রিয়া দিচ্ছেন দর্শকেরা।
তথ্য অনুযায়ী, গোটা দেশে 'ব্রহ্মাস্ত্র' ছবি প্রথম দিনে ১.৩১ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহান্তে ২.৫০ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে প্রধান তিন ন্যাশনাল চেনের হাত ধরে। টিকিট বিক্রির ধারা দেখে ট্রেড অ্যানালিস্টদের ধারণা, ছবিটি এই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট হতে পারে। এবং অতিমারী আবহে সবচেয়ে বেশি ব্যবসা করা সপ্তাহান্তের নিরিখে হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে থাকতে পারে। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ২০ থেকে ২৫ কোটির ব্যবসা করতে পারে যদি রিভিউ ইতিবাচক হয়। যদি কয়েক সপ্তাহ সফলভাবে প্রেক্ষাগৃহে থেকে যায় তাহলে ১৩০ থেকে ২০০ কোটি পর্যন্ত ব্যবসা করে ফেলতে পারে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের কথায়, এই ছবির হাত ধরে কাটতে পারে বলিউডের খরা। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলিউড।
'ব্রহ্মাস্ত্র' দেখার পর নেটিজেনদের প্রতিক্রিয়া-
'ব্রহ্মাস্ত্র' দেখার পর এক নেটনাগরিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখছেন, 'অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ভারতীয় ছবিতে ল্যান্ডমার্ক তৈরি করতে পারে। এতে থাকা ভিএফএক্সের মাধ্যমে আপনাকে অন্য একটা জগতে যাবে। চমকদার ক্লাইম্যাক্সের সঙ্গে অসাধারণ প্লট।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। আলিয়ার সঙ্গে রণবীর শো স্টিলার। ছবিতে একের পর এক টুইস্ট রয়েছে। সবথেকে সেরা হলেন অমিতাভ জি। ওঁর চরিত্রটা সবাইকে ছাপিয়ে গিয়েছে। দ্বিতীয় ভাগের জন্য এখন অপেক্ষা করে রয়েছি।' কেউ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'সমস্ত অভিনেতাদের সঠিকভাবে কাজে লাগিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নাগার্জুনের চরিত্র দারুণ লাগল। তারকায় ভরা এই ছবি দেখতে ভালো লাগে। তার সঙ্গে অসাধারণ ভিএফএক্সের ব্যবহার।'
আরও পড়ুন - Bipasha Basu Baby Shower: আর ক'দিন পরই আসবে সন্তান, বাঙালি সাজে সাধভক্ষণ বিপাশা বসুর
'ব্রহ্মাস্ত্র' ছবি দিয়েই পর্দায় প্রথমবার জুটি বেঁধে দেখা গেল রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। বাস্তব জীবনে তাঁরা জুটি বাঁধলেও পর্দায় তাঁদের রসায়ন দেখা গেল প্রথমবার। সেই প্রসঙ্গে এক নেট নাগরিক লিখেছেন, 'অসাধারণ রসায়ন রণবীর কপূর ও আলিয়া ভট্টের। পার্শ্ববর্তী চরিত্ররাও দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি থেকে ভিএফএক্স চোখ ধাঁধানো। কী অসাধারণ ছবি দেখলাম। সকলের দেখা দরকার।'
এক ছবিতে একাধিক তারকার সমাবেশ। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়কে একসঙ্গে দেখা গিয়েছে এই ছবিতে। কর্ণ জোহর প্রযোজিত এই ছবি ভারতীয় পুরাণ ও ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এটি 'অস্ত্রভার্স' ঘরানায় তৈরি প্রথম ছবি। 'অস্ত্র ব্রহ্মাণ্ড'-এর মধ্যে রয়েছে বানরাস্ত্র, নান্দেয়াস্ত্র, প্রভাস্ত্র, জলাস্ত্র, আগ্নেস্ত্র, পবনাস্ত্র, ব্রহ্মাস্ত্র। সেই দুনিয়ার প্রথম পর্ব এই মুক্তি পেল। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।ো