কাঠমান্ডু: গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করলেন নেপালের উদীয়মান ক্রিকেটার। সেই সঙ্গে জানালেন, নেপালের বিচার ব্যবস্থায় তাঁর আস্থা রয়েছে।


আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। দলকে নেতৃত্বও দিয়েছেন। আইপিএলেও তরুণ এই স্পিনারের স্পিনের ছোবলে কুপোকাত হতে হয়েছে বিশ্বের তাবড় ব্যাটারদের। কিন্তু নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) ক্রিকেট কেরিয়ার সংশয়ের মুখে। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।


সন্দীপের বিরুদ্ধে অভিযোগ কী?


কাঠমান্ডুর এক নাবালিকা সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযােগ এনেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন সন্দীপ। তবে তিনি টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরছেন। নেপাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ''নেপাল পুলিশ নেপালের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে। ১৭ বছর বয়সি এক নাবালিকা মামলা দায়ের করেছে তাঁর নামে।''


কী বলছেন সন্দীপ?


সন্দীপ নিজে বলেছেন, 'আমি নির্দোষ। নেপালের আইন ও বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি সিপিএল থেকে বিরতি নিয়ে দেশে ফিরছি। সমস্ত ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হব। নির্দোষরা নিশ্চয়ই সুবিচার পাবে।'


সূত্র মারফৎ জানা গিয়েছে যে, অভিযোগকারিনী জানিয়েছেন যে, তিনি তারকা লেগস্পিনারের ভক্ত। তাঁরা দু'জনে হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে কথা বলতেন। লামিছানেই নাকি তাঁকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। পুলিশকে ওই যুবতী জানিয়েছেন, নেপাল ক্রিকেট দলের কিনিয়া ছাড়ার প্রাক্কালে সন্দীপ লামিছানে তাঁকে ভক্তপুরে বেড়াতে যেতে বলেছিলেন এবং নাবালিকা তাতে রাজি হয়েছিলেন। সেখানেই একটি হোটেল লামিছানে অভিযোগকারিনীকে নাকি দুবার ধর্ষণ করেন। 


উল্লেখ্য, ২২ বছর বয়সি সন্দীপ লামিছানে ২০১৮ ও ২০১৯ মরসুমে আইপিএলে খেলেছিলেন। ৯টি আইপিএল ম্যাচে লামিছানে ১৩ উইকেট নিয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আসছেন। ১৩৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৭.৭৬ এর অসাধারণ গড়ে ১৯৩ উইকেট নিয়েছেন সন্দীপ। 


২০১৮ সালে নেপাল ক্রিকেট দলে অভিষেক হয়েছিল সন্দীপ লামিছানের। এরপর থেকে মোট ৩০টি ম্যাচ খেলে মোট ৬৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একই বছর অভিষেকের পর থেকে ৪৪ ম্যাচে মোট ৮৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন এই ডানহাতি স্পিনার।



আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?