মুম্বই: 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তি পাওয়ার আগে থেকেই এর বক্স অফিস কালেকশন কত হতে পারে, তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে। কেউ বলেছিলেন এত প্রচার সব জলে যাবে। বক্স অফিসে ব্যর্থ হবে 'ব্রহ্মাস্ত্র'। আবার ব্লকবাস্টার হিট হওয়ার আভাস পেয়েছিলেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রথম দিন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ব্যবসা করেছে প্রায় ৩৭ কোটি টাকার। কিন্তু এটা তো শুধুমাত্র হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন। এই ছবি তো মুক্তি পেয়েছে আরও নানা ভাষায়। বিশ্ব জুড়ে এই ছবি কত টাকার ব্যবসা করল?


বিশ্বজুড়ে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন-


উৎসবের মরসুম ছাড়া মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। আর তাতেও বাজিমাত করেছে এই ছবি। এদিন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করেছে 'ব্রহ্মাস্ত্র', সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন। অয়ন লিখেছেন, 'ব্রহ্মাস্ত্র প্রথম দিনের বক্স অফিস কালেকশন বিশ্বজুড়ে ৭৫ কোটি টাকা। কৃতজ্ঞতা। উত্তেজনা। আশা। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন, তাঁদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমনই ছবি দেখতে যাওয়ার সংস্কৃতি ধরে রাখুন। পরবর্তী কয়েক দিনের দিকে তাকিয়ে রয়েছি।'


আরও পড়ুন - Brahmastra: নয়া রেকর্ড! প্রথমদিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?


প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিশানা করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহরকেও (Karan Johar)। অভিনেত্রী লেখেন, 'কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের কার্যকলাপের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।' এরপর তিনি অভিযোগ করেন যে কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে 'ব্রহ্মাস্ত্র' প্রচার করার জন্য কাকুতিমিনতি করেছেন। ' কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই। ১২ বছর লাগিয়ে দিলেন তিনি এই ছবি তৈরি করতে, ১৪ ডিওপিতে সরিয়ে, ৪০০ দিন ধরে শ্যুট করে, ৮৫ সহ পরিচালক বদলে, ৬০০ কোটি পুড়িয়ে ছাই করেছেন। এছাড়া শেষ মুহূর্তে ছবির নাম জালালউদ্দিন রুমি থেকে বদলে ব্রহ্মাস্ত্র রেখে তিনি ধর্মীয় ভাবাবেগেও আঘাত হেনেছেন।'