রানি লক্ষ্মীবাইয়ের ইতিহাস বিকৃতি রুখতে ব্যবস্থা নিন, রাজস্থানের রাজ্যপালকে ব্রাহ্মণ মহাসভা
Web Desk, ABP Ananda | 07 Feb 2018 09:48 PM (IST)
জয়পুর: ‘পদ্মাবৎ’-এর পর এবার কট্টরপন্থীদের নিশানায় বলিউডের আরও একটি ছবি। ‘মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি’ ছবি নিয়ে আপত্তি জানিয়েছে সর্ব ব্রাহ্মণ মহাসভা নামে একটি সংগঠন। তাদের দাবি, এই ছবিতে রানি লক্ষ্মীবাইয়ের ইতিহাস বিকৃত করা হয়েছে। এ বিষয়ে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহের হস্তক্ষেপও দাবি করেছে এই সংগঠন। ব্রাহ্মণ মহাসভার একটি প্রতিনিধি দল রাজস্থানের রাজ্যপালের সঙ্গে দেখা করে। এরপর এই সংগঠনের সভাপতি সুরেশ মিশ্র বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, এই ছবির নির্মাতারা রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধির প্রেমের গানের দৃশ্যের পরিকল্পনা করছেন। আমরা ইতিহাস বিকৃতি মেনে নেব না। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য জানাতে বলেছি চলচ্চিত্র পরিচালককে। রাজ্যপালকে বলেছি, তিনি চলচ্চিত্র পরিচালককে নির্দেশ দিন, হলফনামা দিয়ে জানাতে হবে, ইতিহাস বিকৃতি করা হবে না।’ ব্রাহ্মণ মহাসভা এই ইস্যুতে শ্রী রাজপুত করণী সেনাকে পাশে পেয়েছে। এই সংগঠনের প্রধান লোকেন্দ্র সিংহ কলভী বলেছেন, ‘ব্রাহ্মণরা পদ্মাবতের বিরুদ্ধে ১০ হাজার চিঠি লিখে আমাদের সমর্থন করেছিলেন। তাই এবার আমরাও ব্রাহ্মণদের সমর্থন করব। তবে এই বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। তাই এখনই ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর দরকার নেই।’