পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচেও প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন এক ভারতীয়। তাঁর নাম কপিল দেব। আজ তাঁর সঙ্গে একাসনে বসে পড়লেন ঝুলন। এর আগে তিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন। আজ নিজের রেকর্ডই উন্নত করলেন বাংলার এই ক্রিকেটার। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ২০০ উইকেট ঝুলন গোস্বামীর
Web Desk, ABP Ananda | 07 Feb 2018 07:11 PM (IST)
কিম্বারলি (দক্ষিণ আফ্রিকা): বাংলার পেসার ঝুলন গোস্বামীর মুকুটে আরও একটি পালক যুক্ত হল। আজ প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০ উইকেট নিলেন নদিয়ার চাকদার এই মেয়ে। নিজের ১৬৬-তম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্ডটকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ঝুলন।