কলকাতা: ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালনায় তৈরি 'হুব্বা'র টিজার ('Hubba' Teaser Out) এল প্রকাশ্যে। মোশারফ করিম (Mosharraf Karim), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), পৌলমী বসু অভিনীত এই ছবি নব্বইয়ের দশকের গ্যাংস্টারের (gangster) গল্প বলবে। 


প্রকাশ্যে 'হুব্বা' ছবির টিজার


মোশারফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'হুব্বা'র টিজার মুক্তি পেল। নব্বইয়ের দশকের শেষের দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের কাহিনি বলবে এই ছবি। হুব্বা শ্যামলের গল্প অবলম্বনেই চিত্রনাট্য লেখা হয়েছে। সমসাময়িক রাজনীতি, অপরাধ জগতের সঙ্গে কমেডির মোড়কও রয়েছে ব্রাত্য বসুর এই ছবিতে।


হুব্বা শ্যামল, ১৯৯০-এর সময়ে যাঁকে হুগলি অঞ্চলের দাউদ ইব্রাহিম বলা হত তাঁরই গল্প বলবে এই ছবি। সেই সময় হুব্বা শ্যামলের বিরুদ্ধে খুন, অপহরণ ও অস্ত্র এবং গোলাবারুদের চোরাকারবারির ৩০টি মামলা ছিল। তিন তিনবার তাঁকে গ্রেফতার করা হয় কিন্তু অবশেষে জামিনে মুক্তি হয় তার। ২০০৯ সালে, তিনি নির্দল প্রার্থী হিসাবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। ২০১১ সালে, বৈদ্যবাটির কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।


 






পরিচালক ব্রাত্য বসুর কথায়, 'আমার আসন্ন ছবি 'হুব্বা', থ্রিলার ও কমেডির মিশেল। অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিম। এই ছবির মাধ্যমে আমি বিশ্বায়নের যুগে রাজনীতির পরিবর্তনশীল গতিশীলতা এবং আন্ডারওয়ার্ল্ডকে অন্বেষণ করতে চেয়েছি।'


আরও পড়ুন: 'Gadar 2' BO Collection: বক্স অফিসে সানি দেওল 'ঝড়'! ২০২৩-এ প্রথম দিনের ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে 'গদর ২'


প্রযোজক ফিরদৌসল হাসানের কথায়, 'আমি বিশ্বাস করি ভাল ছবি বড়পর্দার জন্যই তৈরি হয়। আমার বেশিরভাগ ছবির দর্শক, বিশেষ করে 'অপরাজিত', আমাকে সঠিক প্রমাণ করেছেন। সেই বিশ্বাস রেখেই আমরা একজন মানুষের বাস্তব জীবনের উপর ভিত্তি করে একটি অসাধারণ গল্প উপস্থাপন করার চেষ্টা করছি। 'ডিকশনারি'র পর ব্রাত্য বসুর সঙ্গে 'হুব্বা' আমার দ্বিতীয় প্রজেক্ট, এবং আমি অবশ্যই বলতে চাই যে আমার কাজ করা পরিচালকদের মধ্যে ব্রাত্য বসু সবচেয়ে সংবেদনশীল এবং ভাল গবেষণা করা অন্যতম ব্যক্তি। আমি আশা করি আমরা আপনাদের এমন কিছু উপহার দিতে পারব যা সবাই উপভোগ করবেন এবং মনে রাখবেন। আমরা 'হুব্বা' নিয়ে খুবই উত্তেজিত কারণ এটি একটি বাণিজ্যিক থ্রিলার এবং এতে অনেক চমক থাকবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial