নয়াদিল্লি: ফের অ্যাকশনে ভরপুর ছবির হাত ধরে পর্দায় ফিরলেন তারা সিংহ (Tara Singh) ওরফে সানি দেওল (Sunny Deol)। প্রথম দিনেই দুর্দান্ত ব্যবসা করল সানি দেওল ও অমিশা পটেল অভিনীত 'গদর ২' (Gadar 2)। ৬৫ বছর বয়সেও ব্লকবাস্টার হিট দিলেন অভিনেতা, যা অবশ্যই বলিউডের জন্য সুখবর। ১১ অগাস্ট মুক্তি পেয়েছ 'গদর ২'। প্রথম দিনে কত টাকার ব্যবসা করল এই ছবি (Box Office Collection Day 1)?


প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলল 'গদর ২'


২০০১ সালের হিট ছবি 'গদর'-এর সিক্যুয়েলের ঘোষণা হতেই উত্তেজনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ও দর্শকদের মধ্যে। সেই প্রতিফলন মিলল প্রথম দিনের ব্যবসাতেও। দর্শকের থেকেও পাওয়া গেল ইতিবাচক রিভিউ। 


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, 'গদর ২' প্রথম দিনেই ৪০.১০ কোটি টাকার ব্যবসা করেছে। তিনি পোস্ট করে লেখেন, 'সানি দেওল তাঁর ক্ষমতা দেখালেন... মুক্তির আগের সমস্ত হিসেব ও সমীক্ষা ভেঙে গেল... 'গদর ২' ঝড় তুলল বক্স অফিসে, সেনসেশনাল প্রথম দিন... উড়ন্ত শুরু সর্বত্র... ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার... শুক্রবার ৪০.১০ কোটির ব্যবসা।' 


 






তরণ আদর্শ পোস্ট অনুযায়ী, সাধারণ মানুষ, সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে রেকর্ড ভাঙা আয়, যে ধারা অন্যান্য বেশিরভাগ ছবির থেকে একেবারে আলাদা। বেশিরভাগ ক্ষেত্রেই বলিউড ছবি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনে বেশি আয় করে। এক্ষেত্রে ঘটনা উল্টো। সাধারণ 'mass' সেক্টরে এই ছবি ঝড় তুলেছে বেশি। এরপর শনি ও রবিবার ছুটির দিনের পর সামনের মঙ্গলবার ১৫ অগাস্ট আসছে। বলিউডের আশা, স্বাধীনতা দিবসে আরও বাড়বে 'গদর ২'-এর ব্যবসা, সৌজন্য ছবির গল্পও। 


প্রথম দিনেই 'গদর ২' তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নিয়েছে এবং এই আয়ের ৮৬ শতাংশই এসেছে সন্ধ্যার শো থেকে। এই ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' ও রজনীকান্তের 'জেলার'। তাতেও দমানো যায়নি সানি দেওলকে। চলতি বছরে এখনও মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খানের 'পাঠান'। তারপরেই রয়েছে সানি দেওলের 'গদর ২'। 


আরও পড়ুন: 'OMG 2' Box Office Collection: প্রেক্ষাগৃহে লড়াই সত্ত্বেও অক্ষয় কুমারের 'OMG 2' প্রথম দিনে ব্যবসা করল ভালই


নির্মাতাদের আশা এই ছবি প্রথম সপ্তাহান্তে মোট ভালই ব্যবসা করবে। সলমন খান 'গদর ২'-এর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৭১-এর 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'কে কেন্দ্র করে তৈরি এই ছবি 'গদর: এক প্রেম কথা' মুক্তির ২২ বছর পর মুক্তি পেল। ছবিতে অভিনয় করেছেন পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial