অভিযোগ, ২০০২ সালে নুরানির 'জান কি বাজি' ছবিতে অভিনয়ের জন্য ৫০ লক্ষ টাকা নিয়েও কাজ শেষ করেননি, সঞ্জয় নাকি মাত্র দুদিন শ্যুটিং করেছেন। নুরানির ক্ষতি পুষিয়ে দিতে তাঁকে ২ কোটি টাকা দেওয়ার কথা সঞ্জয়ের।
এ নিয়ে সঞ্জয়, নুরানির বিবাদ চলছে বেশ কিছুদিন ধরেই। সঞ্জয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন নুরানি। ২০১৩ সালে নুরানির অভিযোগের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল আন্ধেরির মেট্রপলিটান আদালত। তবে জামিন পেয়ে যান সঞ্জয়।
নুরানির অভিযোগক্রমে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) সঞ্জয়কে ২ কোটি টাকা তাঁকে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সঞ্জয় টাকা না দেওয়ায় বম্বে হাইকোর্টে যান নুরানি। ইম্পার নির্দেশ পালন করতে বলা হোক সঞ্জয়কে, আবেদন করেন। নুরানির দাবি, দুবাই ও করাচি থেকে তিনি নিয়মিত ফোনে হুমকি পাচ্ছেন। এর পিছনে আছেন সঞ্জয়। যদিও সঞ্জয়ের আইনজীবীরা অভিযোগ উড়িয়ে দেন।