মুম্বই: রাজনীতিতে ধর্ম টেনে আনা একেবারেই উচিত নয়। এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। 'নানক শাহ ফকির' সিনেমার ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে 'প্যাডম্যান' অভিনেতা বলেছেন, রাজনীতিতে ধর্ম টেনে নিয়ে আসা বন্ধ করা উচিত নেতাদের।
ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ দীর্ঘদিনের। এ ব্যাপারে রাজনীতিকদের গুরু নানকের শিক্ষা গ্রহণ করা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেছেন, তিনি এতে পুরোপুরি বিশ্বাস করেন। ভগবান একটাই এবং সেই ভগবান সবার। সবকিছুতে ধর্ম টেনে আনা একেবারেই অনুচিত এবং তা সবাই অনুসরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন অক্ষয়।
বলিউড সবচেয়ে ধর্মনিরপেক্ষ জায়গা বলেও অভিমত প্রকাশ করেছেন অক্ষয়। তিনি বলেছেন, 'নানক শাহ ফকির সিনেমাটি আমি দেড় বছর আগে দেখেছি। এটাই একমাত্র সিনেমা যেটি আমি একই দিনে দুবার দেখেছি। একবার মায়ের সঙ্গে, একবার একা। সুন্দর একটা বার্তা রয়েছে এই সিনেমায়'।