নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত ব্রিটিশ অভিনেতা, বার্নার্ড হিল (Bernard Hill Passes Away)। বয়স হয়েছিল ৭৯। 'টাইটানিক' (Titanic) ও 'দ্য লর্ড অফ দ্য রিংস' (The Lord Of The Rings) ট্রিলজির মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি।
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বার্নার্ড হিল
অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকসন (Barbara Dickson) তাঁর এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) বার্নার্ড হিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি নিজের সঙ্গে প্রয়াত অভিনেতার এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিলের মৃত্যু হয়েছে। আমরা একসঙ্গে 'জন পল জর্জ রিঙ্গো অ্যান্ড বার্ট', 'উইলি রাসেল মার্ভেলাস শো' ১৯৭৪-১৯৭৫-এ। সত্যিই এক অনবদ্য দুর্দান্ত অভিনেতা। তাঁর সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের। চিরশান্তিতে থেকো বেনি, বার্নার্ড হিল।'
ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে জন্মগ্রহণ করেন বার্নার্ড হিল। বিবিসি টিভির জনপ্রিয় ড্রামা 'বয়েজ ফ্রম দ্য ব্ল্যাকস্টাফ'-এ ইয়োসের হিউজের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে 'লিভারপুল'-এ বেকারত্বের সঙ্গে লড়াই করতে থাকা একজন গর্বিত অথচ মরিয়া মানুষ হিউজের চিত্রায়ণ, তাঁর ব্যতিক্রমী অভিনয় দক্ষতার জন্য তাকে ব্যাপক স্বীকৃতি দেয়। তবে দুটি প্রথম সারির কালজয়ী ছবিতে বার্নার্ড হিলের অভিনয়, তাঁর খ্যাতি, স্টেটাস ও ঘরে ঘরে তাঁর নাম চিরস্থায়ী করে।
১৯৯৭ সালে জেমস ক্যামেরনের 'টাইটানিক' ছবিতে তাঁকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রে দেখা যায়। দুর্ভাগ্যজনক আরএমএস টাইটানিকের নির্মম অথচ দুঃখজনক কমান্ডার হিসেবে দেখা যায় তাঁকে। তাঁর অভিনয় ঐতিহাসিক ওই চরিত্রে আলাদা গভীরতা যোগ করে, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন ক্যাপ্টেনের উদারতা ও করুণ দিক ফুটিয়ে তোলেন।
আরও পড়ুন: Landy Párraga: ইনস্টাগ্রাম থেকে লোকেশন খুঁজে বের করল দুষ্কৃতীরা, গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় মডেল!
একইভাবে তিনি নজর কাড়েন পিটার জ্যাকসনের 'দ্য লর্ড অফ দ্য রিংস' ট্রিলজিতেও। রোহানের রাজা থিওডেনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় হিলকে। একজন পরিচালিত রাজা থেকে একজন সাহসী রাজায় রূপান্তরের গল্প দর্শকের মনে দাগ কাটে, বিশেষ করে হেলমস ডিপের যুদ্ধের মতো স্মরণীয় দৃশ্যে তিনি মন জয় করেন।
নিজের দীর্ঘ কর্মজীবন জুড়ে একাধিক ঘরানায় বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন, বারবার প্রমাণ করেছেন অভিনয় শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা। বার্নার্ড হিলের প্রয়ানে স্বভাবতই শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।