কলকাতা: বর্তমানে সবার হাতের মুঠোফোনে যেন মুঠোবন্দি গোটা দুনিয়াই। কে কোথায় কী খাচ্ছেন, কী করছেন, কার ছবি দিচ্ছেন, এমনকি কার সঙ্গে সময় কাটাচ্ছেন, এমন সব তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ভালবাসেন অনেকেই। তবে সেই তথ্যকেই যদি কেউ অসৎ উদ্দেশে ব্যবহার করেন? আপনি কোথায় আপনার বন্ধুর সঙ্গে বসে সময় কাটাচ্ছেন, সেই আপডেট সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই যদি গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হয় আপনাকে? অকল্পনীয় মনে হচ্ছে? কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ল্যান্ডি পাররাগা গ্যাবুরোর (Landy Párraga)-র সঙ্গে। 


ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, ইনস্টাগ্রামে দেড় লাখের ওপরে ফলোয়ার্স ছিল এই ল্যান্ডির। কিন্তু তার মধ্যেই যে লুকিয়েছিল শত্রু, তা স্বপ্নেও কল্পনা করেননি ল্যান্ডি। ঘটনাটি ইকুয়েডরে। নিজের এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন ল্যান্ডি। সেখানে বসে অক্টোপাস খাচ্ছিলেন তিনি। আর নিজের ডিশের ছবি তুলে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রথামাফিকই। তবে হঠাৎ সেখানে উপস্থিত হয় কয়েকজন বন্ধুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ল্যান্ডির দেহ। শেষবারের মতো সাহায্য চাইতে গেলেও ল্যান্ডিকে ফের এক রাউন্ড গুলি করা হয়। গুলুতে ঝাঁঝরা হয়ে ল্যান্ডির দেহ পড়ে ধারে স্যুইমিং পুলের ধারে। লাল হয়ে যায় জল। নারকীয় এই হত্যাকাণ্ড দেখে আতঙ্কে স্থবির রেস্তোরাঁর বাকি সবাই। যখন তাঁরা ল্যান্ডিকে সাহায্য় করতে এগিয়ে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, ল্যান্ডি ইনস্টাগ্রামে যে রেস্তোরাঁকে ট্যাগ করেছিলেন, সেখান থেকেই ল্যান্ডির খোঁজ পায় ও দুষ্কৃতীরা। তবে কেন এই নারকীয় হত্যাকাণ্ড তার উত্তর এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।


খেয়াল রাখুন আপনার ব্যক্তিগত তথ্য শেয়ারের আগেও... 


ল্যান্ডির সঙ্গে যা ঘটেছে, তার কারণ এখনও অজানা। কিন্তু ইনস্টাগ্রামে বা অন্যন্য সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের গতিবিধি ভাগ করে নিতে ভালবাসেন অনেকেই। কিন্তু এই ঘটনা নাড়া দিয়ে গিয়েছে অনেককেই। তাই ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার আগে সতর্ক হোন আপনিও।



  • সবসময় অফ রাখুন ফোনের লোকসন সেটিংস।

  • চেক ইন বা রিয়েল টাইম শেয়ার করা পারলে একেবারে বন্ধ করে দিন। সম্ভব না হলে নিয়ন্ত্রণ করুন

  • প্রোফাইলে কে আপনার বন্ধু হবে বা কে আপনাকে ফলো করতে পারবে সেটা নিয়ন্ত্রণ করুন নিজেই। সমস্ত সেটিংস ওপেন করে রাখা নিরাপদ নয়।

  • কোনও কিছু পোস্ট করার আগে বা কাউকে ট্যাগ করার আগে বারে বারে যাচাই করুন তা আদৌ নিরাপদ কি না।

  • যে কেউ আপনাকে যা খুশি ট্যাগ করতে পারবে এমন সমস্ত সেটিংস অফ রাখুন। কেউ ট্যাগ করলে রিভিউ করে নিয়ে তবেই তা ওয়ালে অ্যালাও করুন

  • ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় যতটা কম শেয়ার করা যায় ততই ভাল। 


নিরাপদ থাকুন, সতর্ক থাকুন


 


আরও পডুন:Payel-Dwaipayan's Story: ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে নেচে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পায়েল, 'ভাইরাল' যুগলের প্রেম-সংসারের গল্প