কলকাতা: তিনি কলকাতা ছোঁয়ার আগে থেকেই কলকাতাকে ছুঁয়েছিল তাঁর উন্মাদনা। টিকিট নিয়ে হাহাকার, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবদের জমায়েত.. ব্রায়ান অ্যাডাম্‌সের অনুষ্ঠান রবিবার রাতে মাতিয়ে দিয়ে গেল গোটা কলকাতাকে। আর সেই অনুষ্ঠানে সামিল রইল কার্যত গোটা টলিউড থেকে শুরুকরে সঙ্গীত জগতের মানুষেরাও।


কলকাতায় রক সম্রাট ব্রায়ান অ্যাডাম্‌স (Bryan Adams)! দিন গোটা চলছিল অনেকদিন থেকেই। অবশেষে শনিবার রাতে তিনি কলকাতায় পা রাখছেন। আর রবিবার জমিয়ে দিলেন কলকাতার কনসার্ট। মঞ্চে উঠেই এদিন ব্রায়ান অ্যাডাম্‌স বলেন, 'কারও কাল সকালে অফিস যাওয়ার তাড়া নেই তো?' থাকলেও কেই বা তোয়াক্কা করছে? কলকাতা তখন তৈরি ব্রায়ান অ্যাডমসের গানে ভাসতে। মঞ্চে উঠেই ব্রায়ান অ্যাডাম্স গান ধরলেন, 'প্লিজ ফরগিভ মি, ক্যান্ট স্টপ লাভিং ইউ...'


এদিন দর্শকাসনে তারকাদের মেলা। রক শিল্পীকে সামনে থেকে দেখতে হাজির হয়েছিলেন বাংলার সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। ব্রায়ান অ্যাডাম্‌সের সঙ্গে এদিন আলাপ করেন রূপম। তিনি ব্রায়ান অ্যাডাম্‌সের অনুরাগী, সেই কথা বলেছেন বারে বারেই। আর এবার, সঙ্গীতশিল্পীকে সামনে থেকে দেখতেই তিনি হাজির হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। হাজির ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তাঁকেও দেখা গেল ব্রায়ান অ্যাডাম্‌সের গানে মিশে যেতে। 


এদিন টলিউডের অনেকেই এসেছিলেন অনুষ্ঠান দেখতে। হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) থেকে শুরু করে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও তাঁর কন্যা থেকে শুরু করে একাধিক টলি তারকারা। প্রত্যেকেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ব্রায়ান অ্যাডাম্স-এর টুকরো টুকরো ক্লিপিংস। সাদা টি-শার্ট আর নীল ডেনিমে ব্রায়ান অ্যাডাম্‌স যেন চিরতরুণ। তিনি তাঁর সুরের ছন্দে ভাসিয়ে নিয়ে গেলেন কলকাতাকে। 


এরপরেও ভারতের একাধিক শহরে অনুষ্ঠান রয়েছে ব্রায়ান অ্যাডম্স-এর। গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এর পরে গান গাইবেন ব্রায়ান অ্যাডমস।


 






আরও পড়ুন:Allu Arjun on Jeet: জিৎ-এর মুখে 'পুষ্পা'-র প্রশংসা, আপ্লুত হয়ে কি উত্তর দিলেন খোদ অল্লু অর্জুন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।