কলকাতা: সোশ্যাল মিডিয়ায় মিলে গেল দুই টলিউড। আসলে প্রশংসা আর ভালবাসা ডিঙিয়ে যেতে পারে যে কোনও বাধাকেই। এক্ষেত্রেও তাই। 'পুষ্পা' দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ হলেন টলিউড অভিনেতা জিৎ (Jeet)। আর সেই ভালবাসায় ভাসলেন অল্লু অর্জুন (Allu Arjun) খোদ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করলেন সেই ভালবাসার। ঠিক কী হল? কী কথাবার্তা হল জিৎ আর অল্লু অর্জুনের মধ্যে?
সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র একটি ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, 'পুষ্পা ২ দেখলাম। আমি চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। পুরো কাস্টের দুর্দান্ত পারফর্মম্যান্স। অল্লু অর্জুন আবার প্রমাণ করলেন তিনি এই দেশের সেরা ট্যালেন্ট। সুকুমার গাড়ুকে শুভেচ্ছা এত দুর্দান্ত একটা লেখা আর এত দুর্দান্ত একটা পরিচালনার জন্য। ব্লকবাস্টার ছবি অনেকগুলো কারণের জন্যই। অবশ্যই দেখুন 'পুষ্পা'।
আর এই পোস্টে কমেন্ট করেছেন খোদ অল্লু অর্জুন। তিনি লিখেছেন, 'জিৎ গাড়ু, আপনাকে অনেক ধন্যবাদ এত শুভেচ্ছাবার্তা আর নিজের ভাললাগার কথা বলার জন্য। আপনার যে ছবিটা ভাল লেগেছে তাতে আমি ভীষণ আপ্লুত। আপনার ভালবাসায় আমি আপ্লুত।' আর এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। জিৎ অনুরাগীরা তো আপ্লুত অল্লুর এই উত্তর পেয়ে।
অন্যদিকে, Sacnilk website জানাচ্ছে, এই ছবি প্রথম দিনেই শুধুমাত্র ভারতে আয় করেছে ১৭৫.১ কোটি। এই ছবির প্রচারও হয়েছিল যথেষ্ট। মনে করা হচ্ছে, ছবির প্রচার যে উন্মাদনা তৈরি করেছিল, তাতে প্রভাবিত হয়েই প্রথম দিনই ছবিটা দেখে ফেলেছেন অনেকেই। তবে শুধুমাত্র হিন্দিতে নয়, এই ছবির তেলুগু থেকেও আয় হয়েছে প্রচুর। জানা যাচ্ছে, প্রথম দিনে তেলুগু ভাষায় এই ছবি ৯৫.১ কোটি উপার্জন করেছে। এটাই এখনও পর্যন্ত 'পুষ্পা'-র সবচেয়ে বেশি উপার্জন। এরপরেই আসে হিন্দি ভাষা। এই ভাষায় ছবিটি আয় করেছে ৬৭ কোটি টাকা। অন্যদিকে তামিল নাড়ুতে এই ছবিটি আয় করেছে ৭ কোটি টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।