কলকাতা: জোরকদমে চলছে শ্যুটিং আর কাজের ফাঁকে ফাঁকেই চলছে খুনসুটি। নতুন ব্যোমকেশ-এর শ্যুটিং ফ্লোর থেকে ছোট্ট মজার ছবি ভাগ করে নিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। আর সেই ভিডিওর ফ্রেমে ধরা দিলেন ব্যোমকেশ ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) স্বয়ং। 


পরিচালকের শেয়ার করা ভিডিওতে আবির একটি পুরনো দিনের টেলিফোন কানে দিয়ে ফোন করার অভিনয় করছেন। আর সেখানে আবির বলছেন, 'সামনেই মুক্তি, তাড়াতাড়ি বিটিএসগুলো পাঠিয়ে দিল। প্রোমোশনাল ভিডিও।' ক্যাপশানে খুনসুটি করে পরিচালক লিখেছেন, 'ব্যোমকেশ যখন বলছে, শুনতেই হবে'


আরও পড়ুন: Kathamrita Update: কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছবি, ডাবিংয়ে ব্যস্ত নায়িকা অপরাজিতা


এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছেন অরিন্দম। সেখানে দেখা গিয়েছে পাওলি দাম (Paoli Dam)-কে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম সুলোচনা। সদ্য আবীরের সঙ্গে একটি ছবিও শেয়ার করে নিয়েছিলেন পাওলি। সেখানে দুজনকেই দেখা গিয়েছিল চরিত্রের সাজে। অনুরাগীদের পছন্দও হয়েছিল সেই ছবি।



ব্যোমকেশ হত্যামঞ্চ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।


ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'এসভিএফ এবং ক্যামেলিয়ার মতো দুটো বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে এগিয়ে এসেছে এই ছবির জন্য। সেটাই ব্যোমকেশের মতো বড় প্রেক্ষাপটের ছবিকে প্রোডাকশনে রূপায়িত করতে সাহায্য করে।'