কলকাতা: এই ছবি নিয়ে বেশ উৎসাহী ছিলেন তিনি, আর তার কারণও রয়েছে অনেকগুলো। এই প্রথম পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে জুটি হিসেবে কাজ করবেন তিনি। তার ওপর গল্পও বেশ অন্যরকম। শ্যুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় ডাবিং-এর ছোট্ট ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। 


জিৎ চক্রবর্তী (Jit Chakraborty)-র পরিচালনায় এমন এক দম্পতির গল্প পর্দায় আসতে চলেছে, যাদের মধ্যে কোনও কথা নেই। অথচ ছবির নাম 'কথামৃত' (Kothamrito)। কী করে? পরিচালক জানিয়েছেন, ছবির নায়ক কথা বলতে পারেন না। জিৎ জানাচ্ছেন, গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের বাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন। 


আরও পড়ুন: 'Ponniyin Selvan': 'প্রতিহিংসার সুন্দর মুখ' ঐশ্বর্য্য রাই বচ্চন! মুক্তি পেল 'পোনিয়িন সেলভান-১'-এর নন্দিনীর লুক


অন্যদিকে, ওই পাড়ারও আর এক দম্পতি বাবুন (বিশ্বনাথ বসু) এবং অনন্যা। কিন্তু তাঁদের মধ্যে সারাক্ষণই অশান্তি লেগে থাকে। কথাবার্তার অভাবের জন্য এবং একে অপরকে বোঝাপড়ার অভাবের জন্য তাঁদের বিবাহিত জীবনে শান্তি নেই। দুই দম্পতির সম্পর্ক দেখা যাবে 'কথামৃত' ছবিতে। 


সদ্যই সোশ্যাল মিডিয়ায় ডাবিং-এর একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন অপরাজিতা। সেখানকার দৃশ্যটি এটি টিভি নিয়ে। একটি টিভি কিনে এনে কাউকে চমকে দিচ্ছেন পর্দার সুলেখা। ক্যাপশানে তিনি লিখেছেন, কথামৃতর ডাবিং। 


ছবিতে দেখা যাচ্ছে, একটি ছাইরঙা টপ পরেছেন অপরাজিতা। চোখে স্বচ্ছ ফ্রেমের চশমা আর খোলা চুলে একেবারে সাদামাটা লুক পর্দার সুলেখার।