মুম্বই: ঋষি  কপূরের প্রয়াণে আবেগমাখা পোস্ট করলেন সোনালি বেন্দ্রে। কপূর পরিবারের এই প্রয়াত সদস্যের মতো তিনিও ক্যান্সারে ভুগেছেন।  সোনালি ক্যান্সারকে হারাতে পেরেছেন, কিন্তু ঋষি লিউকোমিয়ার সঙ্গে ২ বছরের যুদ্ধের শেষে হার মেনে আজ মৃত্যুর  কোলে ঢলে পড়েছেন। ঘটনাচক্রে বলিউডের এই দুই নামী মানুষই চিকিত্সা করিয়েছেন নিউইয়র্কের হাসপাতালে।


ঋষির মৃত্যুর খবরে সোনালির মনে পড়ে গিয়েছে নিউইয়র্কে তাঁদের দেখা হওয়ার কথা। এক ফ্রেমে ধরা পড়েছিলেন সেদিন দুজনে। ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী নীতু কপূরও। নিউইয়র্কের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে  আজ   তিনি ও ঋষি-দুজনেই ‘অদৃশ্য, অদেখা দানবে’র সঙ্গে কীভাবে লড়াই করেছেন, পরস্পরকে ‘দুঃখ, যন্ত্রণা, কষ্টের পথেও চাঙ্গা রেখেছেন’, সেকথা স্মরণ করেন সোনালি। তিনি সোস্যাল মিডিয়ায় লিখেছেন, মন ভেঙে গেল। বলার মতো শব্দ পাচ্ছি না, কথা আসছে না। আমার নিজের ভিতরে ঠিক এখন কত না ভাবনা, আবেগের তরঙ্গ খেলে যাচ্ছে। নিউইয়র্কে একসঙ্গে সময় কাটানোর কথা  মনে পড়ছে। আমরা একসঙ্গে অদেখা দানবের সঙ্গে লড়েছি,  দুঃখ-কষ্ট ভাগ করে একে অপরকে শক্তি জুগিয়েছি।  পুরো পর্বটা আমরা উভয়ে পরস্পরের পাশে ছিলাম, চিরকালের যোগ।



সোনালি শেষ করেছেন এই বলে যে, আমার প্রার্থনা, ভালবাসা, অনুভব রইল নীতু আন্টি, রিদ্ধিমা, রণবীর, ওদের গোটা পরিবার ও আপনার অনুরাগীদের জন্য।  আপনার প্রতিভা, আবেগ, প্রাণশক্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনি।